Wednesday, November 5, 2014

প্রফেশনাল ইমেইল মার্কেটিং পর্ব-১২

সবাইকে স্বাগতম জানাচ্ছি, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফলক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর ১২তম পর্বে। “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফলক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের তিনটি অংশের দুইটি অংশ শেষ, মানে ইমেইল টেমপ্লেট ও ইমেইল লিস্ট বিল্ডিং এই দুইটি অংশ শেষ । বাকি একটি অংশ হল ইমেইল সার্ভার থেকে ইমেইল সেন্ডিং করা, যা এই পর্ব থেকে শুরু হচ্ছে ।

গত পর্বে যা যা ছিল

গত পর্বে যা ছিল একটা বিশেষ টিউন তা হল, এসইও (SEO) আসলে কি, এসইও (SEO) আসলে কেন করা হয়, “তোঁতা (SEO) পাখি এসইও এক্সপার্ট” আসলে কি, এসইও(SEO) আসলে কিভাবে করা হয় এবং একজন এসইও(SEO) এক্সপার্ট এর আয় কেমন হবে, মানে এসইও(SEO) এর উপর বিশেষ টিউটোরিয়াল ।
গত পর্বে টিউন লিংক :http://freelancewatch.net/
১ম বিশেষ পর্বে টিউন লিংক :-http://freelancewatch.net/
২য় বিশেষ পর্বে টিউন লিংক :-http://freelancewatch.net/

এই পর্বে যা যা থাকছে

১। ডোমেইন ও হোস্টিং কি ?
২। ডোমেইন ও হোস্টিং সম্পর্কে কেন জানতে হবে ?
৩। সাব-ডোমেইন কি ও হোস্টিং এর প্রকারভেদ ?
৪। ডোমেইন ও হোস্টিং কোথা থেকে কিনবেন ও কিভাবে ?
৫। সি-প্যানেল এর বেসিক পরিচিতি
৬। “ইমেইল মার্কেটেরাস বিডি” এর ইমেইল টেমপ্লেট বিজয়ীদের নাম ও ছবি
আর সাথে থাকছে ডোমেইন ও হোস্টিং এর উপর ভিডিও টিউটোরিয়াল । ঠিক আছে ।
তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল……।

১। ডোমেইন ও হোস্টিং কি ?

সাধারণ অর্থে ডোমেইন মানে জমি বা সম্পত্তিকে বলা হয়। আপনার ওয়েবসাইটও আপনার সম্পদ । আর হোস্টিং হল জায়গা বা স্পেস । যেমন, আমার দশ কাঠা জমি আছে বা বিশ কাঠা জমি আছে……।। জানি বুঝেন নাই !!
একটা ছোট উদাহারন দিয়ে বুঝিয়ে দিচ্ছি………।
47587897
ঢাকার বুকে অবস্থিত “যমুনা ফিউচার পার্ক” যা এশিয়ার ভিতরে প্রথম ও বিশ্বের ভিতরে তৃতীয় সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স । যার জায়গা হল প্রায় ৪১ হাজার বর্গফিট । এখানে শপিং কমপ্লেক্সের নাম হল “যমুনা ফিউচার পার্ক” এবং যে জায়গায় এটা স্থাপত্য হয়েছে তার পরিমাণ “৪১ হাজার বর্গফিট” মানে হোস্টিং ।
তার মানে ডোমেইন নাম হল আপনার ওয়েবসাইটের নাম যেমন, http://www.emailmarketersbd.com . এটা একটা নাম বা ডোমেইন নেইম । আপনার সম্পত্তির নাম ।
অনেকে বলতে পারেন .com ছাড়াও তো .net, .org বা .info থাকে ? হা পারে যেমন, দিপু খান, দিপু রহমান, দিপু ইসলাম হতেই পারে যার যার টাইটেল……।।
আর যে জায়গা জুড়ে আপনার আপনার ওয়েবসাইটটি দাড়িয়ে আছে তাকে বলা হয় হোস্টিং । যেমন, আমরা অনেক সময় বলি আমার ওয়েবসাইট এর স্পেস ১ জিবি বা ২ জিবি বা ১০ জিবি……… আর “যমুনা ফিউচার পার্ক” এর বিল্ডিং কে বলা যেতে পারে ওয়েবসাইট…।।
ভুলে গিয়েছিলাম, আরেকটা জিনিষ টা হল ব্যান্ডউইথ । এটা হচ্ছে, বলে না যে, ১ জিবি হোস্ট সাথে ১০ বা ২০ জিবি ব্যান্ডউইথ । মানে ধরুন, “যমুনা ফিউচার পার্ক” ভিতরে ১০০ জন প্রবেশ করলে আর জাইগা নাই ভিতরে মানে ধারনক্ষমতা ১০০ জনের । কিন্তু এখান যদি ১৫০ জন মানুষ আসে ১০০ জন ভিতরে প্রবেশ করতে পারবে আর বাকি ৫০ প্রবেশ করতে পারবেন না ।
তারমানে কাপাবেলিটি বা ধারনক্ষমতাই হল ব্যান্ডউইথ ।

২। ডোমেইন ও হোস্টিং সম্পর্কে কেন জানতে হবে ?

আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইমেইল মার্কেটিং শিখতে কেন ডোমেইন ও হোস্টিং সম্পর্কে কেন জানতে হবে !! আপনি জিমেইল বা ইয়াহু থেকে মেইল পাঠান ওদের ইমেইল সার্ভার থেকে যা ডোমেইন ও হোস্টিং এবং ইমেইল স্ক্রিপের সমন্বয়ে তৈরি । ঠিক তেমনি আপনি যদি নিজের ইমেইল সার্ভার থেকে ইমেইল পাঠাতে চান, তাহলে তো আপনার ও ইমেইল সার্ভার তৈরি করতে হবে । যা তৈরিতে ডোমেইন ও হোস্টিং এবং ইমেইল স্ক্রিপের সমন্বয় করতে হবে । আর এই জন্যে আপনাকে ডোমেইন ও হোস্টিং সম্পর্কে ভাল জানতে হবে । বিশেষ করে হোস্টিং সম্পর্ক ক্লিয়ার ধারণা থাকতে হবে ।
url
ঠিক আছে ।

৩। সাব-ডোমেইন কি ও হোস্টিং এর প্রকারভেদ ?

সাব-ডোমেইন কি এটা আমি খুব সহজে বুঝিয়ে দিতে পারি শুধু নিচের ছবিটা দেখেন । অভিনেতা ও সংগীত শিল্পী তাহসান এবং তার স্ত্রী অভিনেত্রী মিথিলা এই দুই জনকে প্রায় সবাই চেনেন । আর এটা তাদের নতুন অতিথি আইরা তেহেরিম মানে সাব-ডোমেইন……।
আশা করি বোঝাতে পেরেছি সাব-ডোমেইন আসলে কি । যেমন, আমার ডোমেইন নেইম ছিল http://www.emailmarketersbd.com । এখান চাইলে আমি আমার ডোমেইনের আন্ডারে ইচ্ছামত সাব-ডোমেইন তৈরি করতে পারি । যেমন, dipu.emailmarketersbd.com বা info.emailmarketersbd.com বা (আমার যা ইচ্ছা.emailmarketersbd.com) । এটা হল সাব-ডোমেইন । বুঝছেন ? না বোঝলে ভিডিও টিউটোরিয়াল টা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন ।
Tahsan_Mithila-Couple_dailybanglanews24
এবার আসি, হোস্টিং আসলে কয় ধরণের হতে তা নিয়ে কিছু বলি……।। মানে কোনটায় কি সুবিধা, মাসে টাকা দিতে হবে না বছরে এই আর কি।
শেয়ারড হোস্টিং :- এটা এমন ধরণের হোস্টিং যা একাধিক মানুষ একসাথে ব্যবহার করে । মানে আপনি চার বন্ধু মিলে একটা গ্রিল চিকেন খেলেন । একা একটা গ্রিল চিকেন খাওয়া কষ্ট হতে পারে বা টাকা কম থাকায় শেয়ার করে খেয়ে নিলেন । অর্থাৎ একটা বড় হোস্টিং বা স্পেসকে কয়েকজন শেয়ার করে ব্যবহার করাই হল শেয়ারড হোস্টিং ।
VPS ও ডেডিকেটেড হোস্টিং :- VPS এর অর্থ হল ভার্চুয়াল প্রাইভেট সার্ভার । আর ডেডিকেটেড হোস্টিং হল পুরোটাই আপনার, মানে আপনি কারো সাথে আপনার হোস্টিং শেয়ার করবেন না । এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো এখান শুধু নাম দুটো জেনে রাখুন ।

৪। ডোমেইন ও হোস্টিং কোথা থেকে কিনবেন ও কিভাবে ?

আপনার যদি মাষ্টারকার্ড থাকে তাহলে ইন্টারন্যাশনাল কিছু ডোমেইন ও হোস্টিং কোম্পানি থেকে আপনি নিজেই ডোমেইন নেইম ও হোস্টিং বা স্পেস কিনতে পারেন । অথবা, আপনি বাংলাদেশী ডোমেইন ও হোস্টিং প্রভাইডারদের কাছ থেকেও কিনতে পারেন ।
Good-and-Affordable-Web-Hosting-Company
তবে আমার মতে বাংলাদেশী ডোমেইন ও হোস্টিং প্রভাইডারদের কাছ থেকে না নিয়ে গুডেডী, ব্লুহোস্ট বা হোস্টগেটর বা এ জাতীয় কোন ইন্টারন্যাশনাল ডোমেইন ও হোস্টিং কোম্পানি থেকে নিতে পারেন ।
আপনার যদি মাষ্টারকার্ড থাকে না থাকে তাহলে যার আছে তার কাছ থেকে হেল্প নিতে পারেন ।

৫। সি-প্যানেল এর বেসিক পরিচিতি

সি-প্যানেল হল আপনার হল আপনার হোস্টিং এর দলিল । মানে আপনার যেমন বাড়ি বা আপনার সম্পতির দলিলপত্র থাকে, যেখানে লিখা থাকে আমার ঐ জিনিষটা এখানে আছে, ঐ জিনিষটা ঐখানে আছে । ঠিক তেমনই আপনার ওয়েবসাইটের দলিল হল সি-প্যানেল । যেখানে আপনি আপনার ডোমেইনের আন্ডারে সাব-ডোমেইন তৈরি, ইমেইল অ্যাড্রেস তৈরি, ডাটাবেস তৈরি, ওয়েবপেইজ বা ডাটা আপলোড ইত্যাদি বিষয়গুলো থাকে । এই বিষয়টি পুরোপুরি প্রাক্তিক্যাল তাই বেশী কিছু নাই বলি আপনি ভিডিও টিউটোরিয়ালটি দেখলেই সব বুঝতে পারবেন।

৬। “ইমেইল মার্কেটেরাস বিডি” এর ইমেইল টেমপ্লেট বিজয়ীদের নাম ও ছবি

প্রায় ৬৫০+ মানুষ তাদের তৈরি করা ইমেইল টেমপ্লেট আমাকে পাঠিয়েছেন । বলতে গেলে সবার গুলোই ভাল হয়েছে তবে যাদেরটা একটু আলাদা বা বেশী ইউনিক মনে হয়েছে তাদের নাম গুলো হল সুমন তালুকদার, সুজিত কুমার ও শহিদুল ইসলাম ।
dipu

১২তম পর্বের হোমওয়ার্ক

এই পর্বে কোন হোমওয়ার্ক নাই । চাইলে একটা ডোমেইন নেইম ও আপনার পছন্দের হোস্টিং প্ল্যান কিনতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন ।

১৩ পর্বে যা থাকবে

পারসনাল ইমেইল সার্ভার কি, কিভাবে সার্ভারসেটআপ করতে, নিজের কম্পিউটারকে সার্ভার বানানোর বিশেষ টিউটোরিয়াল । আর পারসনাল ইমেইল সার্ভার তৈরির উপরে মাথানষ্ট করা ভিডিওটিউটোরিয়াল…… !!
প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ১৩ পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।।
আর পোস্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না ……

প্রফেশনাল ইমেইল মার্কেটিং পর্ব-১১

সবাইকে স্বাগতম জানাচ্ছি, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর ১১ পর্বে। প্রায় দুই সাপ্তাহ পর আবারও ইমেইল মার্কেটিং এর টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমি মোঃ হাবিবুর রহমান দিপু । এই পর্বে আমরা শিখব গেটরেস্পন্স (Getresponse) এর সকল ব্যবহারবিধি ও এর সকল কার্যক্রম । যা একজন ইমেইল মার্কেটারের জানাটা খুব জরুরী ।

গত পর্বে যা যা ছিল

গত পর্বে যা ছিল তা হল, ব্লাক হ্যাট ও এই পর্বের হোয়াট হ্যাট ইমেইল লিস্ট বিল্ডিং এর পার্থক্য, ফ্রী ব্লগ দিয়ে হোয়াট হ্যাট বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতি, নিজের ব্লগ বা ওয়েবসাইট দিয়ে হোয়াট হ্যাট বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতি, হারবেস্টিং করা মেইলকে অপ-টিন করার জোশ পদ্ধতি (created by Habibur Rahman Dipu)এবং লাইফটাইম ইমেইল লিস্টের মাধ্যমে আরনিং এর স্পেশাল পদ্ধতি ।
গত পর্বে টিউন লিংক :- http://www.techtunes.com.bd/tutorial/tune-id/300427
ভিডিও টিউটোরিয়াল লিংক :- https://www.youtube.com/watch?v=dYzOSLUe828
আরেকটা বিশেষ পর্ব ছিল, যা পড়লে আপনাদের অনলাইন আরনিং সম্পর্কে সঠিক ও ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন ।
বিশেষ পর্বে টিউন লিংক :-http:/genesisblogs.com/tutorial-2/8666

এই পর্বে থাকছে

১। আপনাদের কিছু প্রশ্ন ও আমার কিছু কথা
২। গেটরেস্পন্স (Getresponse)কি ও এর সুবিধা ও অসুবিধা
৩। গেটরেস্পন্স (Getresponse) এর a to z ব্যবহার
download-speeds
আর বরাবরের মত সাথে থাকছে জোশ ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি গেটরেস্পন্স (Getresponse) এর বস হয়ে যান !! ঠিক আছে ।

১। আপনাদের কিছু প্রশ্ন ও আমার কিছু কথা

আপনাদের অনেকেরই একটা প্রশ্ন আমি এই “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স বন্ধ করে দিব বা দিয়েছি ?
কিন্তু গত দুই বা তিনটি পর্বে আমি আপনাদের জানিয়েছি যে, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স চলবে………১০০% ।
আমি এই “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” কোর্সটি ১থেকে ১৬ পর্ব শেষ হওয়ার পরও শেষ করব না । মানে আপনারা প্রত্যেকে প্রফেশনালইমেইল মার্কেটার হিসাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবইনশাল্লাহ । হয়ত ব্যক্তিগত কারণে টিউটোরিয়াল দিতে দুই একটি দিন সমস্যাহতেই পারে, এতে আপনারা চিন্তিত হবেন না ।
fear
এছাড়া সব সময় এইগ্রুপ দিন দিন ইমেইল মার্কেটিং এর নতুন নতুন তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে অ্যাডভান্স ইমেইল মার্কেটার হিসাবে গড়ে তোলা হবে ।
২। গেটরেস্পন্স (Getresponse)কি এবং এর সুবিধা ও অসুবিধা
গেটরেস্পন্স (Getresponse) হল একটা মেইল সেন্ডিং প্ল্যাটফর্ম, যা ইমেইল পাঠাতে ও অটো সেন্ডিং করতে সাহায্য করে । বোঝেন নাই ??
একটা উদাহারন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ধরুন একটা পোস্ট অফিসে মাত্র দুইজন কর্মী আছে । যেখান থেকে মাসে ১০০ এর মত চিঠি পাঠানো হয় । একজন কর্মী চিঠি বিলি করে মানে ডাকপিয়ন । আরেকজন কর্মী পোস্ট অফিসে বসে থাকে, যার কাছে চিঠি নিতে আসলে অফিসে বসেই চিঠি বিলি করে থাকে । এইজন্য দুজন লোক ভিন্নভাবে তাদের সেবা প্রদান করায় কোন ব্যক্তিকেই খালি হাতে ফিরে যেতে হয় না । ঠিক তেমনি গেটরেস্পন্সও (Getresponse) পোস্ট অফিসের মতো একটি ইমেইল প্ল্যাটফর্ম, আর ডাকপিয়ন হল ইমেইল সেন্ডিং সফটওয়্যার এবং অটোরেস্পন্ডিং হল পোস্ট অফিসে বসে থাকা কর্মী ।
point
গেটরেস্পন্স (Getresponse) এর সবচেয়ে বড় অসুবিধা হল এটা একমাস বা তিরিশ দিনের জন্য ফ্রি এবং খরচ একটু বেশি। আর সুবিধা হল অটোরেস্পন্ডিং-এর সুযোগ আছে।
৩। গেটরেস্পন্স (Getresponse) এর a to z ব্যবহার
গেটরেস্পন্স (Getresponse) এর মুলত প্রধান তিন টা কাজ । একটা হল ইমেইল লিস্ট আপলোড করা, দুই ইমেইল লিস্ট বিল্ড করার জন্য ইমেইল ফর্ম তৈরি করা এবং তিন ইমেইল টেম্পলেট এডিট করে অটোরেস্পন্ডের সাহায্যে ইমেইল পাঠানোর ব্যবস্থা করা ।
বিষয় টি সম্পূর্ণ প্রাক্টিকাল তাই তাই লিখার চেয়ে ভিডিও টিউটোরিয়ালটা দেখলেই সব ভালভাবে বুজতে পারবেন তাই এর বর্ণ না দিলাম না । শুধু কিছু টিপস দিব ।
১, ইমেইল লিস্ট আপলোডের সময় টি এক্স টি ফাইলে আপলোড করলে কমা না দিয়ে লাইন বাই লাইন আকারে দিতে হবে ।
২। দেশের জন্য ইমেইল পাঠাবেন সেই দেশের সময় অনুযায়ী আঁটো রেস্পন্ডার সেট করে ইমেইল পাঠান ।
৩। যদি কোন সার্ভিস এর প্রচারের জন্য ইমেইল পাঠাতে হলে গ্রাফিকাল ইমেইল টেমপ্লেট এবং প্রোডাক্ট হলে টেক্সট ভিত্তিক ইমেইল টেমপ্লেট পাঠালে ভাল হয় ।
12
৪। গেটরেস্পন্স (Getresponse) এর ব্যবহার খুবই সহজ । ঠিক মেইলচিম্পের ব্যবহারের মতোই । শুধু একটু এদিকের জিনিষ ওদিকে রাখা ।
৫। ভিডিও টিউটোরিয়ালে বেসিক সববিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । সব ভাল করে বুঝে প্র্যাকটিস করবেন এবং কোন প্রবলেম হলে গ্রুপে প্রশ্ন করুন । আমি সবার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ ।
অসুস্থ থাকায় বেশী লিখতে পারছি না ………………।। :(

১১ পর্বের হোমওয়ার্ক

১১ পর্বের হোমওয়ার্ক হল গেটরেস্পন্স (Getresponse) থেকে আমায় ইমেইল পাঠাবেন এই ইমেইল অ্যাড্রেসে (emailmarketersbd@gmail.com) এবং কোন প্রশ্ন থাকলে গ্রুপে জানাবেন ।

১২ পর্বে যা থাকবে

“ডোমেইন ও হোস্টিং এর পরিচিতি এবংMYSQL ডাটাবেস সেটআপ করা ইত্যাদির A to Z ব্যবহার এবং “ডোমেইন ও হোস্টিং” এর উপর মাস্টার হওয়ারভিডিও টিউটোরিয়াল…।।
প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ১২ পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছিআজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন আর পোস্টটি শেয়ার করতে ভুলবেন না !!

প্রফেশনাল ইমেইল মার্কেটিং পর্ব-১০

সবাইকে স্বাগতম জানাচ্ছি, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর বিশেষ পর্বে। আপনাদের এতো বেশি সাড়া ও ভালোবাসা যা আমাকে দিন দিন আপনাদের প্রতি দুর্বল করে দিচ্ছে আর দিয়েছে অনেক বেশি অনুপ্রেরণা ……………। বলতে পারেন প্রেমে পড়ে গিয়েছি আপনাদের :)
তাই তো জ্বরের মধ্যেও সেই অনুপ্রেরণার শক্তি নিয়ে আজ লিখতে বসেছি, “পাওয়ার অফ ইমেইল লিস্ট বিল্ডিং”

“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর বিশেষ পর্ব

এই বিশেষ পর্বে যা যা থাকছে

১। অনলাইন আরনিং নিয়ে কিছু কথা
২। ইমেইল লিস্ট বিল্ডিং কতটা গুরুত্বপূর্ণ
৩। ইমেইল লিস্ট বিল্ডিং মাধ্যমে কেমন আরনিং করা যাবে
৪। ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং এ কিছু পরামর্শ

১। অনলাইন আরনিং নিয়ে কিছু কথাঃ

অনলাইন আরনিং বিষয় সম্পর্কে জানেন না এমন মানুষ বর্তমানে খুব কমই আছে বলা যায় । তারপরও আমাদের মধ্যে অনেক মিস কনসেপ্ট আছে অনলাইন আরনিং নিয়ে । আমরা অনেকে মনে করি, অনলাইন আরনিং মানে ওডেস্ক, ইলেন্স মানে শুধু মার্কেটপ্লেস বিড করে কাজ করা যায়, আবার অনেকে মনে করে, ওয়েবসাইটে বিজ্ঞাপন মানে অ্যাডসেন্স ব্যবহার করে আয় করা যায় । আর বড়জোড় কেউ কেউ মনে করেন, অনলাইন আরনিং এর সর্বোচ্চ শীর্ষস্থান হল অ্যাফিলিয়েট মার্কেটিং ।
এখন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই । অনলাইন আরনিং বলতে আমি বুঝি, ঘরে বসে পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে সেখান থেকে আয় করা ……।।
url
যার আয়ের পরিমাণ হতে পারে শূন্য থেকে আনলিমিটেড । শূন্য, যারা কোন কাজ না করে বসে বসে অনলাইন আরনিং দ্বিবাস্বপ্ন দেখে আর যারা নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করবেন তাদের আয় হবে আনলিমিটেড ।
বিষয়টা বুঝিয়ে বলছি, ওডেস্ক, ইলেন্স, ফাইভার মানে মার্কেটপ্লেস হল একটা বাজার যেখানে বিভিন্ন কাজ ও কাজ করার কর্মী বেচাকেনা করা হয় । মানে ধরুন, একজন ব্যক্তি তার বাড়ি তৈরি করার জন্য ডিজাইনার দরকার । তিনি পত্রিকা অফিসে গিয়ে বিজ্ঞাপন দিলেন যে তার একজন “ডিজাইনার দরকার”। তখন অনেকেই তার কাছে ইন্টারভিউ দিতে আসলো তার বাড়ি তৈরির ডিজাইন করার জন্য । কিন্তু কাজটি তিনি তাকেই দিলেন যিনি ভাল কাজ জানেন ।
এখন ওডেস্ক, ইলেন্স মানে মার্কেটপ্লেসকে “পত্রিকা অফিস” আর “ডিজাইনার” হল আপনি ফ্রীল্যান্সার এবং কাজটা যার ছিল, তিনি হল ব্যায়ার……………।।
আশা করি বুঝতে পেরেছেন । আর ওয়েবসাইটে বিজ্ঞাপন মানে অ্যাডসেন্স ব্যবহার করে আয় বলতে এখানে ওয়েবসাইট মানে পত্রিকা ও অ্যাডসেন্স মানে পত্রিকার বিজ্ঞাপনকে বুঝায় ।
_64248699_inspectingthedamagedonebyillegalloggersatpdsvirola-jatoba
আর মহামূল্যবান বিষয় “অ্যাফিলিয়েট মার্কেটিং” । আপনার জমি বা কোন জিনিস বিক্রি করতে চান কিন্তু একা বিক্রি করতে পারছেন না । তখন কিছু মানুষ আপনার জমি বা আপনার কোন জিনিস বিক্রি করতে সাহায্য করল । যার জন্য আপনি আপনার লাভের অংশ থেকে কিছু টাকা তাকে ( যিনি বিক্রি করতে সাহায্য করল) প্রদান করলেন । এটাই হল “অ্যাফিলিয়েট মার্কেটিং” । মানে কারো পণ্য বিক্রি করতে সাহায্য করে আপনি যা আয় করবেন তাই “অ্যাফিলিয়েট মার্কেটিং এর আয়” । (কিছু মনে করবেন না যা  খাস বাংলায় বলা হয় দালালি)
এখন আমার কথা হল পৃথিবীতে বাজার, পত্রিকার বা দালালি ছাড়া কি আয় করার কোন ব্যবস্থা নাই ??
আমার মনে হয় আমি আপনাদের বুঝাতে পেরেছি যে, ওডেস্ক, ইলেন্স, অ্যাডসেন্স বা “অ্যাফিলিয়েট মার্কেটিং” ছাড়াও হাজার হাজার কাজের মাধ্যম আছে …………… অনলাইনে !!!
ঠিক আছে ।।
এখান অনলাইনে হাজার হাজার কাজের মাধ্যম থেকে আমি আপনাদের একটি বিষয় সম্পর্কে পরিচয় করিয়ে দেব যা আমার দৃষ্টতে উপরের পদ্ধতির চাইতে অনেক বেশী “পাওয়ারফুল” ।
আর তা হচ্ছে “পাওয়ার অফ ইমেইল লিস্ট বিল্ডিং” যা আজকে “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর বিশেষ পর্বে বিষয়বস্তু ।

২। ইমেইল লিস্ট বিল্ডিং কতটা গুরুত্বপূর্ণ :

ইমেইল লিস্ট বিল্ডিং কি তা আমি গত পর্বে আপনাদের বুঝিয়ে দিয়েছি । তাই এই সম্পর্কে এই পর্বে আর নাই বলি ……।
এখন বলি, ইমেইল লিস্ট বিল্ডিং-এর গুরুত্ব । যা বলতে গেলে ব্লগের পাতা শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা শেষ হবে না !
তাই সর্টকার্টে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি । ধরুন, আপনি আপনার এলাকায় একটা দোকান দিয়েছেন, যেখানে আপনি বিভিন্ন পণ্যসামগ্রী রেখেছেন বিক্রির জন্য । দোকানে ক্রেতা আসলেই বিক্রি হবে কিন্তু যদি ক্রেতা না আসে তাহলে ……………… হা করে আকাশে পানে তাকিয়ে থাকতে হবে ।
video-game-designer
এখন আবার ধরুন, আপনি আপনার এলাকায় মানুষদেরকে ভালভাবে চিনেন ও জানেন । তাদের পছন্দের বিষয় গুলো জানেন ও তাদের কি কি পণ্যসামগ্রী প্রয়োজন তা আপনি ভালভাবে জানেন । তাই চাইলে আপনি তাদের কাছে তাদের প্রয়োজনের যে কোন জিনিস বিক্রি করতে পারেন কোন প্রকার দোকান না দিয়েও ।
এখন বলেন কোনটা বেশী লাভজনক । আমার মনে হয়, আর কোন কিছু বলার অপেক্ষা রাখে না যে কোনটা বেশী লাভজনক ।
তার মানে আপনার কাছে যদি টার্গেটেড ইমেইল লিস্ট থাকে, তাহলে আপনার এলাকার মত পুরো পৃথিবীটাই হাতের মুঠোয়……………।!!! শুধু ভাড়া দিবেন আর মানিব্যাগ ভারী করবেন :)

৩। ইমেইল লিস্ট বিল্ডিং মাধ্যমে কেমন আরনিং করা যাবে :

কেমন আরনিং হবে তা উপরের টপিক পড়েই অনেকে বুঝে গেছেন । আর যারা বুঝতে পারেন নাই তাদের বলি……………।
আপনাদের পছন্দের মহামূল্যবান বিষয় “অ্যাফিলিয়েট মার্কেটিং” দিয়ে বুঝিয়ে দিচ্ছি………।।
আপনি কোন অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করবেন তার জন্য কি দরকার “ক্রেতা” । এখন আপনার কাছে যদি নির্দিষ্ট পণ্যের নির্দিষ্ট ইমেইল লিস্ট থাকে, তাহলে যে কোন অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করতে কে ঠেকায় …!!!
think_again_b
কিন্তু আমার কাছে ইমেইল লিস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর আয়ের চেয়ে অনেক বড় বিষয় ।।
আমি যা চাই তাই করতে পারি মানে যদি আমার ওয়েবসাইটে ভিজিটর আনতে চাই, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, সি পি এ মার্কেটিং করতে চাই, আমার নিজের পণ্য বা সার্ভিস বিক্রি করতে চাই…………………… এবং মাই ফেভারিট, আপনি শুধু ইমেইল লিস্ট ভাড়া দিবেন আর বসে বসে খাবেন এবং বাজারের সেরা খাঁটি সরিষা তেল নাকে দিয়ে ঘুমাবেন !!!
কিন্তু এত সহজ না আগে কষ্ট করে এবং ধৈর্য ও নিষ্ঠার সাথে এই ইমেইল লিস্ট তৈরি করতে হবে…… ঠিক আছে (y)
তাহলেই তো অনলাইন আরনিং আপনার হাতের মুঠোয় ………………………।

৪। ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং এ কিছু পরামর্শ :

আমি আগেই বলে নিই, এই পদ্ধতি সবার জন্য নয় । যারা “ইমেইল লিস্টবিল্ডিং” কে আমার মত পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসাবে নিতে চান । মানে ইমেইললিস্ট বিল্ডিং করে এবং ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান, কেবলমাত্র তারাই এই পদ্ধতি ব্যবহার করবেন । এই পদ্ধতি এখানে আমি সবার সাথেশেয়ার করছি না । কারণ, যেহেতু সবই অ্যাফিলিয়েট মার্কেটিং বা “ইমেইল লিস্টবিল্ডিং” কে পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসাবে না । কারণ, কেউ ইমেইল মার্কেটিংশিখে ফ্রীল্যান্সিং করবেন, যারা এইচটিএমএল সিএসএস বা ফটোশপ ভাল জানেন তারাইমেইল টেম্পলেট তৈরি করে আরনিং করবেন, কেউ ইমেইল সেন্ডিং করবেন । তাই এইপদ্ধতি শুধু তাদের জন্যই যারা অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রিকরে লাইফটাইম আরনিং করবেন ।
ffffff
ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে প্রায় ৫০০০+ মেম্বার আছে, যার মধ্যে অনেক fake অ্যাকাউন্ট আছে। কিন্তু“ইমেইল লিস্ট সেলিং”এইগ্রপে আমি নিজে শুধু অরিজিনাল মেম্বারদের অ্যাড করব এবং যারা শুধু মাত্রঅ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান ।
আগামীপর্বে হাজির হব “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন”পূর্ণাঙ্গ চেইন কোর্সের ১১তম পর্বে সেই পর্যন্ত ভাল থাকবেন ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর বিশেষ পর্ব এবং টিউনটি শেয়ার করতে ভুলবেন না…।

প্রফেশনাল ইমেইল মার্কেটিং পর্ব-০৯

আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৯ম পর্বের দ্বিতীয় অংশে । এই পর্বে আমরা দেখবো কিভাবে op-tine ইমেইল লিস্ট তৈরি বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং কিভাবে করতে হয় । যা ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে ইমেইল মার্কেটারদের সবচেয়ে বেশী চাওয়া ছিল এবং যা আমার দৃষ্টিতে সব বেশী জরুরি বিষয় ইমেইল মার্কেটিং এ …।
একজন ইমেইল মার্কেটার হিসাবে “ইমেইল লিস্ট বিল্ডিং” কে আমি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসাবে মনে করি । কারণটা বলছি, না একটা উদাহরণ দিয়ে বলছি । ধরুন, ঢাকা বা যে কোন জায়গায় আপনার একটা ১০ তলার বাড়ি আছে । এখন আপনি ও আপনার কয়েক নেক্সট জেনারেশন শুধু বাসা ভাড়া দিবেন এবং বসে বসে খাবেন আর নাকে তেল দিয়ে ঘুমাবেন !!
কি, সত্যি বলাম কি ??
ঠিক তেমনি, আপনার কাছেও যদি বিভিন্ন ক্যাটাগরির টার্গেটেড ইমেইল লিস্ট থাকে !!
তাহলে আপনি শুধু ইমেইল লিস্ট ভাড়া দিবেন আর বসে বসে খাবেন এবং বাজারের সেরা খাঁটি সরিষা তেল নাকে দিয়ে ঘুমাবেন !!!

গত পর্বে যা যা ছিল

গত পর্বে যা ছিল তা হল, লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং কী এবং লিস্ট বিল্ডিং করার পদ্ধতি কী কী, লিস্ট বিল্ডিং করার কিছু ব্ল্যাক হ্যাট পদ্ধতি, লিস্ট বিল্ডিং করার কিছু টিপস ও পরামর্শ ।
গত পর্বে টিউন লিংক :- http://www.techtunes.com.bd/tutorial/tune-id/298554
ভিডিও টিউটোরিয়াল লিংক :- https://www.youtube.com/watch?v=wqflze-YRjM

এই পর্বে থাকছে

১। গত পর্বের ব্লাক হ্যাট ও এই পর্বের হোয়াট হ্যাট ইমেইল লিস্ট বিল্ডিং এর পার্থক্য
২। ফ্রী ব্লগ দিয়ে হোয়াট হ্যাট বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতি
৩। নিজের ব্লগ বা ওয়েবসাইট দিয়ে হোয়াট হ্যাট বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতি
৪। হারবেস্টিং করা মেইলকে অপ-টিন করার জোশ পদ্ধতি (created by Habibur Rahman Dipu)
৫। বোনাস হিসাবে থাকছে লাইফটাইম ইমেইল লিস্টের মাধ্যমে আরনিং এর স্পেশাল পদ্ধতি
url
সাথে থাকছে, মাস্টারিং অফ ইমেইল লিস্ট বিল্ডিং এর ওপর জোশ ভিডিও টিউটোরিয়াল যা দেখলেই বুঝতে পারবেন……!!

১। গত পর্বের ব্লাক হ্যাট ও এই পর্বের হোয়াট হ্যাট ইমেইল লিস্ট বিল্ডিং এর পার্থক্য

সবার আগে আমি আবারও বলে নিতে চাই যে, ব্যক্তিগত ভাবে আমি ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্য কোন ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করি না । তারপরও আপনাদের অনুরোধে গত পর্বে কিছু ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস বের করার পদ্ধতি দেখিয়ে ছিলাম ।
আপনারা যারা ফ্রিলান্সিং করেন বা করবেন তাদের জন্য ব্লাক হ্যাট মেথডটা বেশ কার্যকরী । কারণ, বাল্ক মেইল পাঠানোর জন্য ব্লাক হ্যাট মেথডটা ভাল বলা যেতে পারে ।
আর হোয়াট হ্যাট মেথডে আরও কার্যকরী হবে। কারণ, op-tine ইমেইল লিস্টের মূল্যটা বেশী পাবেন, যেহেতু আপনার লিস্টগুলো হবে টার্গেটেড ইমেইলের ।
coaching_and_accountability_questions_whats_the_difference_540183396
ব্লাক হ্যাট মেথড ও হোয়াট হ্যাট মেথডের মাধ্যমে ইমেইল লিস্ট বিল্ডিং এর পার্থক্য সহজভাবে বলতে বুঝায়, আপনি যদি অনুমতি না নিয়ে কারো ইমেইল সংগ্রহ করে লিস্ট তৈরি করেন, তাহলে তা হবে ব্লাক হ্যাট মেথড ইমেইল লিস্ট বিল্ডিং এবং আপনি কোন ব্যক্তির ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করার আগে তার কাছ থেকে অনুমতি নিয়ে ইমেইল সংগ্রহ করেন, তাহলে তা হবে হোয়াট হ্যাট মেথডের মাধ্যমে ইমেইল লিস্ট বিল্ডিং বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং ।

২। ফ্রী ব্লগ দিয়ে হোয়াট হ্যাট বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতি

ফ্রী ব্লগ দিয়ে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির জন্য যা যা লাগবে, একটি জিমেইল অ্যাকাউন্ট ও একটি ফ্রী ব্লগ বা ব্লগস্পট সাইট । প্রথমে আপনি http://www.blogger.com এ গিয়ে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে একটা নতুন এটা ব্লগ তৈরির জন্য “create new blog” অপশনে ক্লিক করুন । আপনার পছন্দমত ক্যাটাগরির বিষয় দিয়ে ব্লগের টাইটেল ও ইউ আর এল দিয়ে এবং একটা যে কোন থিম সিলেক্ট করে ব্লগটি তৈরি করুন । এখন ব্লগটি কেমন হল তা দেখতে “view blog” অপশনে ক্লিক করলে আপনি আপনার ব্লগটি দেখতে পারবেন।
Create-blogger-blog-2
এবার আপনার ব্লগস্পট সাইটটিকে আরো প্রফেশনাল করার জন্য আপনি প্রথমে http://www.btemplates.com ওয়েবসাইটটি ওপেন করুন । তারপর ওয়েবসাইটটিতে গিয়ে আপনি আপনার পছন্দের থিম ডাউনলোড করে নিন । থিমের যে জিপ ফাইলটি ডাউনলোড করলেন তা প্রথমে এক্সত্রাক্ট করে নিন এবং তা একটি নোটপ্যাড ফাইলে ওপেন করুন । নোটপ্যাডে ওপেন করা ফাইলে যে এক্সএমএল কোড থাকবে তা আপনার ব্লগস্পটের ব্লগের ড্যাশ বোর্ডের টেম্পলেট অপশনে ক্লিক করুন। সেখান থেকে এডিট এইচটিএমএল অপশনে ক্লিক করুন। সেখানে যে কোডগুলো থাকবে সব ডিলিট করে, নোটপ্যাড থেকে কপি করা কোডগুলো পেস্ট করে দিবেন এবং সেভ করুন। এখন আপনার ব্লগটি দেখার জন্য “view blog” অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার পছন্দের মতো থিমের মতো আপনার ব্লগস্পটের সাইটটি তৈরি হয়ে গেছে।
এবার আপনার ব্লগের লে আউট অপশন থেকে অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করে দেন। এইজন্য যা করতে হবে তা হল, যে জিনিসটি আপনি ডিলিট করতে চান তার এডিট অপশনে ক্লিক করুন। নতুন একটি পপআপ উইন্ডো ওপেন হবে, সেখানে ডিলিট অপশনে ক্লিক করলে তা ডিলিট হয়ে যাবে।
এখন আপনার যা প্রয়োজন তা হল কনটেন্ট । এর জন্য আপনি আপনার ক্যাটাগরি বিষয় নিয়ে গুগলে সার্চ দিন এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কনটেন্ট সংগ্রহ করে আপনার ব্লগে দিয়ে দিন এবং তার সাথে ঐ ওয়েবসাইট এর ছবি থাকলে তা দিয়ে দিন । এর সব চেয়ে জরুরী হল ঐ ওয়েবসাইট এর লিংক সোর্স হিসাবে প্রদান করুন । এতে আপনি কনটেন্ট কপি করা জন্য কোন প্রকার দায়ী থাকবেন না । কারণ, কনটেন্টের আসল মালিকের সোর্স আপনি প্রদান করছেন । এতে তিনি কিছু মনে করবেন না বরং খুশি হবে যে আপনি তার প্রচার করছেন । তারপরও আপনি সেভ থাকার জন্য একটা কন্টাক্ট পেজ তৈরি করে আপনার ইমেইল অ্যাড্রেস লিখে দিন । যাতে কনটেন্টের আসল মালিকের কোন মতামত বা উনি রাজি না থাকলে আপনি ঐ টিউন ডিলিট করে দিতে পারবেন।
উদাহরণ হিসাবে বলা যায়, আমার লিখা এই ব্লগে ছাড়াও আরো কয়েকটা ব্লগে প্রকাশ হয় । কিন্তু মজার বিষয় হল, আমি অন্য কোথাও প্রকাশ করি না । কয়েকটা ব্লগের মালিক তারা নিজ উদ্যোগে আমার লিখা প্রকাশ করে এবং সোর্স হিসাবে আমার নাম ও আমার ফেসবুকের লিংকটা প্রদান করে :)
Configure Follow By Email
ব্লগ ও কনটেন্ট তো হল এবার আসি আসল কথায়, আপনাকে একটা গ্যাজেট অ্যাড করতে হবে তা হল ইমেইল সাবক্রাইব বক্স । যা দিয়ে মানুষ আপনার ব্লগে ইমেইল অ্যাড্রেস দিয়ে সাবক্রাইবার হবে আপনার ব্লগের নতুন নতুন কনটেন্টের আপডেট পাওয়ার জন্য আর আপনি পাবেন op-tine ইমেইল লিস্ট । যার জন্য এত পরিশ্রম ……।।
এই জন্য আপনি আপনার ব্লগের ড্যাশবোর্ডের “layout” অপশনে ক্লিক করুন এবং “add Gadget” ক্লিক করুন “follow by email” সিলেক্টকরুন । এখন “view blog” অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেনআপনার ব্লগটিতে ইমেইল সাবক্রাইব বক্স যুক্ত হয়ে গেছে । এখন শুধু আপনার ব্লগে ট্রাফিক বা ভিজিটর আনলেই হবে ।
এখন আপনি আপনার ব্লগ থেকে ইমেইল বের করার জন্য প্রথমে চলে যাবেন http://www.feedburner.com এই ওয়েবসাইট । সেখানে আপনার ব্লগে যে জিমেইল দিয়ে খুলে ছিলেন সেই জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে feedburner ওয়েবসাইটে প্রবেশ করুন । এখন publicize অপশনে ক্লিক করুন এবং email subscriptions অপশনে ক্লিক করুন। তারপর Subscription Management ক্লিক করুন এবং নিচের দিকে “view subscriber details” ক্লিক করুন এবং csv ফাইলটা ডাউনলোড করুন । আর ডাউনলোডকৃত ফাইলটা ওপেন করে দেখুন, পেয়ে যাবেন আপনার কাঙ্খিত op-tine ইমেইল লিস্ট । এভাবে আপনি ফ্রী ব্লগ দিয়ে হোয়াট হ্যাট মেথডে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং করতে পারবেন ।
একটা পরামর্শ, যেহেতু এটা গুগলের ফ্রী ব্লগ তাই যে কোন সময় আপনার ব্লগটি গুগলের কর্তৃপক্ষ কেটে দিতে পারে বা ব্যান করে দিতে পারে । ফ্রী হওয়ার কারণে ফ্রী ব্লগ দিয়ে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতির কাজ করার সম্ভবনা কম হয় । এই জন্য যারা নুন্যতম কিছু টাকা ব্যয় করতে পারবেন তারা ফ্রী ব্লগে না করে নিজের ওয়েবসাইট বা ব্লগ এই পদ্ধতি ব্যবহার করলে ভাল করবেন ।
বিষয়টা যেহেতু প্র্যাকটিক্যাল বিষয় তাই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ।

৩। নিজের ব্লগ বা ওয়েবসাইট দিয়ে হোয়াট হ্যাট বা op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির পদ্ধতি

নিজের ব্লগ বা ওয়েবসাইট দিয়ে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং তৈরির জন্য আপনার এক বা একধিক ব্লগ বা ওয়েবসাইট থাকতে হবে । এই জন্য আপানার প্রতি ওয়েবসাইটের জন্য ৩০০০ থেকে ৫০০০ হাজার টাকা লাগবে । মানে ডোমেইন + হোস্টিং বাবত খরচ । আর ওয়েবসাইট বিল্ডিং এর জন্য ওয়ার্ডপ্রেসের ফ্রী থিম ব্যবহার করতে হবে । ওয়ার্ডপ্রেস যেহেতু এসইও ফ্রেন্ডলি তাই ট্রাফিক বা ভিজিটর পেতে সহায়ক হবে । কিন্তু এতে আপনি নিজে বা কাউকে দিয়ে কনটেন্ট লিখিয়ে নিবেন………… ওকে । কপি পেস্ট মেথড ব্যবহার করবেন । ইমেইল লিস্ট বিল্ডিং ছাড়াও আপনি আপনার ব্লগে অ্যাডসেন্স বা এই জাতীয় অ্যাড ব্যবহার করতে পারেন । আমি এখানে শুধু ইমেইল সাবক্রাব বক্স অ্যাড ও কনফিগার করার বিষয়টা বলবো। কারণ, ওয়েবসাইট বিল্ডিং বা ওয়ার্ডপ্রেসের উপর অনেক ভিডিও আছে ইউটিউব । আর তারপরও যদি আপনাদের কোন হেল্প প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের ওয়েবসাইট বিল্ডিং বা ওয়ার্ডপ্রেসের উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেব ।
কাজের কথায় ফিরে আসি, প্রথমে চলে যাবেন http://www.feedburner.com এই ওয়েবসাইট । সেখানে গিয়ে যে কোন একটা জিমেইল আকাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন এবং আপনার ওয়েবসাইটটি নাম দিয়ে বিভিন্ন ইনফর্মেশন দিয়ে একটা এইচটিএমএল কোড তৈরি হবে । তা কপি করে আপনার ওয়েবসাইটের যে কোন জায়গায় বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের আপারেন্স থেকে ওইজেট ক্লিক করেন । তারপর একটা টেক্স ওইজেট নিয়ে কপি করা এইচটিএমএল কোড পেস্ট করে দিন এবং সেভ করুন । দেখা যাবে আপনার ব্লগে ইমেইল সাবক্রাব বক্স অ্যাড হয়ে গেছে । এখান শুধু আপানার ওয়েবসাইট বা ব্লগে ট্রাফিক বা ভিজিটর আনলেই হবে । আপনার ব্লগের নতুন নতুন কনটেন্টের আপডেট পাওয়ার জন্য মানুষ ইমেইল অ্যাড্রেস দিয়ে সাবক্রাইব করবে আর আপনি পাবেন op-tine ইমেইল লিস্ট ।
WPSBE
এখন আপনি আপনার ব্লগ থেকে ইমেইল বের করার জন্য প্রথমে চলে যাবেন http://www.feedburner.com এই ওয়েবসাইট । সেখানে লগইন করে feedburner ওয়েবসাইটে প্রবেশ করুন । এখন publicize অপশনে ক্লিক করুন এবং email subscriptions অপশনে ক্লিক করুন। তারপর Subscription Management ক্লিক করুন এবং নিচের দিকে “view subscriber details” ক্লিক করুন এবং csv ফাইলটা ডাউনলোড করুন । আর ডাউনলোডকৃত ফাইলটা ওপেন করে দেখুন, পেয়ে যাবেন আপনার কাঙ্খিত op-tine ইমেইল লিস্ট । এভাবে আপনি আপনার ব্লগ দিয়ে হোয়াট হ্যাট মেথডে op-tine ইমেইল লিস্ট বিল্ডিং করতে পারবেন ।
একটা পরামর্শ, যেহেতু এই পদ্ধতিটি বেশ ব্যয়বহুল তাই যাদের নিজের ব্লগ আছে বা যাদের নিজের ব্লগ তৈরি করার সামর্থ্য থাকবে কেবল তারাই এই পদ্ধতি ব্যবহার করবেন ।

৪। হারবেস্টিং করা মেইল কে অপ-টিন করার জোশ পদ্ধতি (created by Habibur Rahman Dipu)

এই পদ্ধতিতে আমি আপনাদের দেখাব কিভাবে ব্লাক হ্যাট মেথড বা হারবেস্টিং করা মেইলকে অপ-টিন করবেন । গত পর্বে আমি আপনাদের লিঙ্কডিন থেকে ইমেইল লিস্ট তৈরি করতে দেখিয়েছি । সেই পদ্ধতিতে সংগ্রহ করা মেইলকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড পাঠাবেন এবং তারা অ্যাড একসেপ্ট করার পর বিভিন্ন একটিভিটির মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে । তারপর আপনার ব্লগের লিংক শেয়ার করুন সেখানে মানে আপনার যে ব্লগে  ইমেইল সাবক্রাইব বক্স যুক্ত থাকবে । এভাবে আপনার টার্গেটেড op-tine ইমেইল লিস্ট বিল্ডিং হতে থাকবে ।
Thumbs-Up-Thumbs-Down
বিষয়টা যেহেতু প্র্যাক্টিকাল বিষয় তাই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ।

৫। লাইফটাইম ইমেইল লিস্টের মাধ্যমে আরনিং এর স্পেশাল পদ্ধতি

আমি আগেই বলে নেই এই পদ্ধতি সবার জন্য নয় । যারা শুধু ফ্রীল্যান্সিং বা নিজের বিজনেসের জন্য ইমেইল লিস্ট বিল্ডিং করতে চান তারা গত পর্বের ব্ল্যাক হ্যাট মেথড ও ওপরের পদ্ধতিগুলো ব্যবহার করলেই হবে ।
url
কিন্তু যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং যারা “ইমেইল লিস্ট বিল্ডিং” কে আমার মত পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসাবে নিতে চান । মানে ইমেইল লিস্ট বিল্ডিং করে এবং ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান, কেবলমাত্র তারাই এই পদ্ধতি ব্যবহার করবেন । এই পদ্ধতি এখানে আমি সবার সাথে শেয়ার করছি না । কারণ, যেহেতু সবই অ্যাফিলিয়েট মার্কেটিং বা “ইমেইল লিস্ট বিল্ডিং” কে পূর্ণাঙ্গ ক্যারিয়ার হিসাবে না । কারণ, কেউ ইমেইল মার্কেটিং শিখে ফ্রীল্যান্সিং করবেন, যারা এইচটিএমএল সিএসএস বা ফটোশপ ভাল জানেন তারা ইমেইল টেম্পলেট তৈরি করে আরনিং করবেন, কেউ ইমেইল সেন্ডিং করবেন । তাই এই পদ্ধতি শুধু তাদের জন্যই যারা অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করবেন ।
তাই আমি আপনাদের জন্য একটা নতুন গ্রুপ তৈরি করেছি, যার নাম “ইমেইল লিস্ট সেলিং” ।
এটা একটা ক্লোস গ্রুপ, যেখানে আমি শুধু তাদের জন্য স্পেশাল গ্রুপ তৈরি করেছি, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান ।
ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে প্রায় ৪৫০০+ মেম্বার আছে, যার মধ্যে অনেক fake অ্যাকাউন্ট আছে। কিন্তু “ইমেইল লিস্ট সেলিং”এই গ্রপে আমি নিজে শুধু অরিজিনাল মেম্বারদের অ্যাড করব এবং যারা শুধু মাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান ।
“ইমেইল লিস্ট সেলিং”এই গ্রপে জয়েন করার পর আপনি একটা ভিডিও টিউটোরিয়েল পাবেন তা ডাউনলোড করার পর তা দেখে সিদ্ধান্ত নিবেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং ও ইমেইল লিস্ট বিক্রি করে লাইফটাইম আরনিং করতে চান কিনা । তারপর বাকি ইনফর্মেশন আপনি এই “ইমেইল লিস্ট সেলিং” গ্রপে পাবেন ।

৯ম পর্বের প্রথম অংশের হোমওয়ার্ক

৯ম পর্বের দ্বিতীয় অংশে কোন হোমওয়ার্ক হল ফ্রী ব্লগ তৈরি ও ইমেইল সাবক্রাব বক্স অ্যাড করা। আর ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে শেয়ার করা এবং কোন প্রশ্ন থাকলে গ্রুপে জানাবেন ।

১১ম পর্বে যা থাকবে

“Getresponse”এর A to Z ব্যবহার এবং email Campaign সেট আপ করা । “Getresponse” এর সুবিধা ও অসুবিধা এবং “Getresponse” এর উপর মাস্টার হওয়ার ভিডিও টিউটোরিয়াল…।।
প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ১০ম পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন আর টিউনটি শেয়ার করতে ভুলে গেলে আমিও কিন্তু ভুইলা যামু কইয়া দিলাম J !!

প্রফেশনাল ইমেইল মার্কেটিং পর্ব-০৮

আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৯ম পর্বের প্রথম অংশে । এই পর্বে আমরা দেখবো কিভাবে ইমেইল লিস্ট তৈরি বা ইমেইল লিস্ট বিল্ডিং কিভাবে করতে হয় । যা আপনাদের অনেক বেশী জরুরি বিষয় এবং যা ইমেইল মার্কেটাস বিডি গ্রুপে আপনাদের সবচেয়ে বেশী চাওয়া ছিল ।
“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর তৃতীয় পর্ব থেকে অষ্টম পর্ব পর্যন্ত রয়েছিল ইমেইল মার্কেটিং এর একটা অংশ, যা আমি শেষ করেছি । যেখানে পি এস ডি ইমেইল টেমপ্লেট তৈরি, এইচ টি এম এল ইমেইল টেমপ্লেট তৈরি এবং পি এস ডি টু এইচ টি এম এল ইমেইল টেমপ্লেট তৈরির পদ্ধতি তৈরি করতে শিখিয়েছি । আর এখান শুরু করব আরেকটা অংশ, তা হল “ইমেইল লিস্ট বিল্ডিং” ।

গত পর্বে যা যা ছিল

গত পর্বে যা ছিল তা হল, পি এস ডি(PSD) টু এইচ টি এম এল(HTML) ইমেইল টেমপ্লেট কি, PSD to HTML (পিএসডি টু এইচ টি এম এল) করতে কি জানা থাকতে হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ পি এস ডি টু(PSD) এইচ টি এম এল(HTML) ইমেইল টেমপ্লেট তৈরি করবেন, পি এস ডি (PSD) টু এইচ টি এম এল (HTML)ইমেইল টেমপ্লেট তৈরি করে আয় করবেন কিভাবে ইত্যাদি ।
ভিডিও টিউটোরিয়াল লিংক :-

এই পর্বে থাকছে

১। আপনাদের কিছু কথা ও আমার উত্তর
২। লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং কি এবং লিস্ট বিল্ডিং করার পদ্ধতি কি কি ?
৩। লিস্ট বিল্ডিং করার কিছু ব্ল্যাক হ্যাট পদ্ধতি
৪। লিস্ট বিল্ডিং করার কিছু টিপস ও পরামর্শ
list_buildingWB
সাথে তো বরাবরের মত থাকছেই ভিডিও টিউটোরিয়াল যা দেখলে আপনি পাবেন সঠিক দিক নির্দেশনা ।

১। আপনাদের কিছু কথা ও আমার উত্তর

“অনলাইন মার্কেটিং ওয়ার্কশপ” আর “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” বিষয়টা এক নয়।
আরেকটা বিষয় যা হচ্ছে, আমি যদি কোন প্রতিষ্ঠানে ইমেইল মার্কেটিং এর ক্লাস নিয়ে থাকি, তারমানে তো এটা নয় যে, আমি আপনাদের “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এই ফ্রী কোর্স বন্ধ করে দিয়েছি !!
একটা উদাহারন দিচ্ছি, একজন টিচার বাসায় তার ছাত্রছাত্রীদের ফ্রীতে প্রাইভেট পড়ান । তাই বলে কি তিনি কোন স্কুলে চাকরি করতে পারবেন না । বলুন তো আপনি ???
আমি আগেও বলেছি আবারও বলছি, অনেকই মনে করেছেন, হয়ত “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” কোর্সটি আমি বন্ধ করে দেব বা করে দিয়েছি !!!
আসলে তা নয় …।।
happy-face-sad-face
আপনাদের ভালবাসার কারণে উজাড় করে “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” কোর্সটির পর্ব গুলো দিতে চেষ্টা করেছি ও করে যাচ্ছি ……।
কিন্তু আবার আপনাদের কিছু ব্যক্তির টিউমেন্ট দেখে মনে হয় সব ছেড়ে চলে যাই………………।।
ব্যক্তিগত কারণে টিউটোরিয়াল দিতে দুই একটি দিন সমস্যা হতেই পারে । এতে আপনারা চিন্তিত হবেন না । কারণ,আমারও আপনাদের মত ব্যক্তিগত ও প্রফেশনাল লাইফ আছে ……।
আমি এই “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” কোর্সটি ১ থেকে ১৬ পর্ব শেষ হওয়ার পরও শেষ করব না । মানে আপনারা প্রত্যেকে প্রফেশনাল ইমেইল মার্কেটার হিসাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ ।
এছাড়া সব সময় এই গ্রুপ দিন দিন ইমেইল মার্কেটিং এর নতুন নতুন তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে অ্যাডভান্স ইমেইল মার্কেটার হিসাবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ ।
এখান হয়ত আপনাদের সকল ভুল ধারণাগুলো দূর হয়ে গিয়েছে আশা করি এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন যে, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এই কোর্সটি চলবে, চলবে, ১০০ % চলবে !!

২। লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং কি এবং লিস্ট বিল্ডিং করার পদ্ধতি কি কি ??

আমার দৃষ্টিতে ইমেইল মার্কেটিং সবচেয়ে গুরুত্ব হল লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং । কারণ, আপনার যদি ইমেইল এড্রেস না থাকে ইমেইল পাঠাবেন কাকে ??
লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং হল ইমেইল অ্যাড্রেসের লিস্ট তৈরি করা । যা আপনি বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন ।
black
তবে মূলত লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং দুই পদ্ধতিতে সংগ্রহ করা হয়ে থাকে । একটি হল হোয়াট হ্যাট মেথড এবং আরেকটি হল ব্ল্যাক হ্যাট মেথড ।
হোয়াট হ্যাট মেথড হল একটা বৈধ সিস্টেম । সহজ ভাষায়, আপনি কোন ব্যক্তির ইমেইল অ্যাড্রেসে ইমেইল পাঠানোর আগে তার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া ।
ব্ল্যাক হ্যাট মেথড বা হারবেস্টিং মেইল সংগ্রহের পদ্ধতি হল কোন সফটওয়্যার বা বিভিন্ন সূত্র ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস খুজে বের করা । যা আসলে বৈধ কোন সিস্টেম না ।
যেহেতু ইমেইল লিস্ট বিল্ডিং খুব গুরুত্ব একটি বিষয় , সেহেতু এই পর্বটিতে আমি দুই পর্বে ভাগ করেছি । এই পর্বে থাকবে ব্ল্যাক হ্যাট মেথড এর কিছু পদ্ধতি এবং আগামী পর্বে থাকবে হোয়াট হ্যাট মেথড এর সকল পদ্ধতি সাথে আরও বিশেষ কিছু ।
শুধু তাই না বোনাস হিসাবে থাকছে আরেকটা স্পেশাল পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি হারবেস্টিং (ব্ল্যাক হ্যাট মেথড) করা ইমেইলকে অপ-টিন (হোয়াট হ্যাট মেথড) করতে পারবেন !!!

৩। লিস্ট বিল্ডিং করার কিছু ব্ল্যাক হ্যাট পদ্ধতি

সবার আগে আমি বলে নিতে চাই যে, ব্যক্তিগত ভাবে আমি ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্য কোন ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করি না । তারপরও আপনাদের অনুরোধে কিছু ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস বের করার পদ্ধতি দেখাচ্ছি ।
link-building-methods-ways
ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্য অনেক অনেক ব্ল্যাক হ্যাট মেথড রয়েছে । তারমধ্য থেকে ৫টি পদ্ধতির বর্ণনা করছি ।
প্রথম মেথড :- প্রথমে আপনি আপনার জীমেইল এড্রেসে প্রবেশ করুন । তারপর আপনি আপনার কন্টাক্ট অপশনে চলে যান । কন্টাক্ট অপশন থেকে যে কোন একটি লিস্ট সিলেক্ট করে নিন । তারপর লিস্টে বিদ্যমান সকল ইমেইল সিলেক্ট করে অপশন থেকে এক্সপোর্টে ক্লিক করুন । সেখান থেকে সিলেক্ট অল কন্টাক্ট সিলেক্ট করে সকল ইমেইল লিস্ট এক্সপোর্ট করুন ও সেভ করুন আপনার হার্ডডিস্কে । আপনার সেভ করা ফাইলটি হবে .csv ফরম্যাটে । এভাবে আপনি আপনার জীমেইল আকাউন্ট থেকে ইমেইল লিস্ট করতে পারেন এবং আপনি বন্ধু বা পরিচিত মানুষের জিমেইল অ্যাকাউন্টে থাকা কন্টাক্ট অপশন থেকে তাদের ইমেইল লিস্ট করতে পারেন । এই পদ্ধতিতে আপনি চাইলে ইয়াহু মেইল, হট মেইল থেকেও ইমেইল এড্রেস কলেক্ট করতে পারেন ।
দ্বিতীয় মেথড :- আপনি যে কেন ব্যক্তির নাম দিয়ে ইমেইল এড্রেস খুজে পেতে পারেন । যা খুব সহজ ও খুবই কার্যকরী । এই জন্য আপনাকে যা করতে হবে তা হল যে ব্যক্তির নাম দিয়ে আপনি খুজতে চাচ্ছেন তার নাম + ইমেইল লিখে গুগলে সার্চ দিন এবং সার্চ রেজাল্টকে সিলেক্ট (ctrl+A) করে কপি করে নিন । তারপর এই “http:// eel.surf7.net.my” ওয়েবসাইটে ওপেন করুন । ওয়েবসাইটি মূলত ব্যবহার করা হয় ইমেইল এক্সক্টাক হিসাবে ব্যবহার হয়ে থাকে । যেখানে অনেক ডাটা ভিতর থেকে শুধু ইমেইল গুলোকে খুজে বের করে আপনার সামনে বের করবে । আলাউদ্দিনের জাদুর প্রদীপের দৈত্য যেমন চাওয়া মাত্র সব হাজির করত ঠিক তেমনি আপনিও কাঙ্খিত নামে ব্যক্তি ইমেইল পেয়ে যাবেন । এখন যা করতে হবে তা হল কপি করা সার্চ রেজাল্টকে “http:// eel.surf7.net.my” ওয়েবসাইট এর ইনপুট এড্রেস অপশনে পেস্ট করে দিন এবং এক্সক্টাক ক্লিক করেন । এক্সক্টাক ক্লিক কারার পর আঊটপুট অপশনে চলে আসবে কাঙ্খিত নামে ব্যক্তি ইমেইল এড্রেস । এভাবে আপনি যে কেন ব্যক্তির নাম দিয়ে ইমেইল এড্রেস খুজে বের করা যায় ।
getty_rm_couple_with_newborn_in_bed
তৃতীয় মেথড :- একটা ওয়েবসাইটের নাম বলছি যেটার নাম হল skymem.com ।এই ওয়েবসাইটটিকে বলতে পারেন মোটামুটি ভালোই । কারণ, যারা ব্ল্যাক হাট মেথড ব্যবহার করবেন তারা অন্তত এই পদ্ধতি জানতে পারবেন যে আপনি কার বা কোন প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করছেন । এই ওয়েবসাইটটিতে প্রতি মাসে তাদের নিজেস ইমেইল কালেক্ট টিম সংগৃহীত ইমেইল লিস্ট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় । প্রতি মাসে প্রায় ৫০ হাজারেও বেশি ইমেইল অ্যাড্রেস পাওয়া যাবে । প্রথমে আপনাকে যা করতে হবে তা হল skymem.com ওপেন করুন এবং বর্তমান মাসের ইমেইল লিস্টটি একটি নতুন উইন্ডোতে ওপেন করুন । তারপর দেখুন অনেক গুলো ইমেইল লিস্ট দেখতে পাবেন । সেখান থেকে ওপেন করুন একটি একটি করে আর আপনার চোখের সামনে হাজির হবে হাজার হাজার ইমেইল অ্যাড্রেস এবং তার সাথে তাদের নাম বা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ।
কিন্তু নরমাল্লি ওই ইমেইল অ্যাড্রেসগুলো আপনি সহজে কপি করতে পারবেন না । আপনাকে যা করতে হবে তা হল সবগুলো ইমেইল অ্যাড্রেসকে সিলেক্ট করতে হবে এবং মাউসের বামবাটনটি চেপে এই ওয়েবসাইটের হোমেপেজের এক্সক্টাক করার জাইগায় ছেড়ে দিতে হবে । তারপর আর কি ওখান থেকে কপি করে এম এস ওয়ার্ড বা এম এস এক্সেলে পাস্ট করে সেভ করুন । ব্যস পেয়ে গেলেন কাঙ্ক্ষিত ইমেইল অ্যাড্রেসের বস্তা……।।
চতুর্থ মেথড :- লিঙ্কডিন এই ওয়েবসাইটেরসম্পর্কে আপনারা সবাই জানেন যে এটি একটি বিজনেস নেটওয়ার্ক সাইট । আমি পার্সোনাল ভাবে মনে করি ফেসবুক, টুইটার এর চেয়ে লিঙ্কডিন অনেক বেশী ট্রাস্টফুল মনে হয় । কারণ, লিঙ্কডিনে যাদের প্রোফাইল আছে তারা আসলে তাদের কাজ বা বিসনেজ রেলেটেড সত্যিকার বিষয় নিয়ে আকাউন্ট তৈরি করে থাকে । ফেসবুক বা টুইটারের মত ভুয়া আকাউন্ট কম থাকে । তাই আমি বলবো আপনারা লিঙ্কডিন থেকে মোটামুটি টারগেটেড ইমেইল এড্রেস খুজে পাবেন । এখন আমি আপনাদের বলবো কিভাবে খুব সহজে লিঙ্কডিন থেকে ইমেইল এড্রেস বের করতে হবে । আমি আপনাদের একটি সূত্র বলে দিচ্ছি তা হল
site:uk.linkedin.com/in/ “gmail.com” OR “yahoo.com” OR “ymail.com” OR “msn.com” OR “hotmail.com” OR “mac.com” OR “ovimail.com” OR “verizon.com” OR “aol.com” OR “mail.com” “photographer” OR “photographers” OR “photographers wedding” OR “photographers engagement” OR “Photo Shop Wedding & Portrait Photographer”
এই সূত্র ব্যবহার করার নিয়ম বলছি। এখানে যা আছে তা আপনি কোন পরিবর্তন করবেন না । শুধু যা পরিবর্তন করবেন তা হল, যে দেশের ইমেইল অ্যাড্রেস প্রয়োজন সেই দেশের দুই অক্ষরের শর্ট নাম দিন । মানে এখানে আছে “UK” আপনি যদি আমেরিকান ইমেইল লিস্ট চান তাহলে আপনি ঔ জায়গায় লিখুন “US”।
আরেকটা বিষয় হল, আপনি যে যে কীওয়ার্ড এর ইমেইল অ্যাড্রেস পেতে চান সেই কীওয়ার্ড গুলো পরিবর্তন করলেই হবে । মানে এখানে আছে “photographer” OR “photographers” OR “photographers wedding” OR “photographers engagement” OR “Photo Shop Wedding & Portrait Photographer”আপনি যদি ডাক্তারদের ইমেইল লিস্ট চান তাহলে আপনি ঔ জায়গায় লিখুন “doctor” ও ডাক্তারদের সাথে সম্পর্কযুক্ত কীওয়ার্ড গুলো ব্যবহার করলেই হবে ।
linkedin-business
এখান আসি কিভাবে ইমেইল অ্যাড্রেস বের করবেন তা বলছি, প্রথমে সূত্রটি আপনার পছন্দমত দেশ ও কীওয়ার্ড পরিবর্তন করে তা কপি করুন এবং গুগলে সার্চ দিন । সার্চ রেজাল্ট যা আসবে তা কপি করে “http://eel.surf7.net.my” ওয়েবসাইট ওপেন করে ইনপুট এড্রেস অপশনে পেস্ট করে দিন এবং এক্সক্টাক ক্লিক করেন । এক্সক্টাক ক্লিক কারার পর আঊটপুট অপশনে চলে আসবে কাঙ্খিত দেশ ও কীওয়ার্ড ইমেইল এড্রেসের সম্ভার ।এখান থেকে ইমেইল অ্যাড্রেস কপি করে এম এস ওয়ার্ড বা এম এস এক্সেলে পাস্ট করে সেভ করুন । ৫টার ভিতর এটা খুব ভাল পদ্ধতি যা আমার কাছে মনে হয় ।
পঞ্চম মেথড :- এখান যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তা হল একটি সফটওয়্যার “Atomic Email Hunter” । আমি আসলে আপনাদের সফটওয়্যারের সাপোর্ট একদমই করি না । কিন্তু এই সফটওয়্যারটা অন্যান্য সফটওয়্যারের চেয়ে মোটামোটি ভাল । এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ওয়েবসাইট বা যে কোন কীওয়ার্ড সার্চ দিলে পেয়ে যাবেন অসংখ্য ইমেইল এড্রেসের ভাণ্ডার ।
৪। লিস্ট বিল্ডিং করার কিছু টিপস ও পরামর্শ :- যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন ব্ল্যাক হ্যাট মেথড না ব্যবহার করার জন্য । তারপর ও যারা ফ্রীলাঞ্চিং করবেন তাদের অনেক সময় বাল্ক ইমেইল সেন্ডিং করার জন্য অনেক ইমেইল অ্যাড্রেস প্রয়োজন করবে তাদের জন্য এই ব্ল্যাক হ্যাট মেথড । কিন্তু যারা অ্যাফেলিয়েট মার্কেটিং করবেন বা নিজের কোন প্রোমোশন করবেন তারা এই ব্ল্যাক হ্যাট মেথড গুলো ব্যবহার করবেন না । তারা অবশ্যয়ই হোয়াট হ্যাট মেথড গুলো ব্যবহার করবেন ।
আর ব্ল্যাক হ্যাট মেথড এর এই ৫টি পদ্ধতির ভিডিও টিউটোরিয়াল দেখলেই আপনি বুঝে যাবেন খুব সহজে ।

৯ম পর্বের প্রথম অংশের হোমওয়ার্ক

যেহেতু আমি ব্ল্যাক হ্যাট মেথড পছন্দ করি না । তাই ৯ম পর্বের প্রথম অংশে কোন হোমওয়ার্ক নাই । কিন্তু হোমওয়ার্ক থাকবে আগামী পর্বে যা মাধ্যমে বোঝা যাবে আপনারা কতটুকু একটিভ আছেন…………।

৯ম পর্বের দ্বিতীয় অংশে যা থাকবে

ইমেইল লিস্ট বিল্ডিং করার সকল কলাকৌশল হোয়াট হ্যাট মেথড এবং বিশেষ পদ্ধতিতে হারবেস্টিং করা মেইল কে অপ-টিন করার জোশ পদ্ধতি (created by Habibur Rahman Dipu)।
আর সেই সাথে থাকছে লিস্ট বিল্ডিং এ মাষ্টার হওয়ার উপর আড়াই ঘণ্টার ভিডিও টিউটোরিয়াল । যা শিখে আপনি লিস্ট বিল্ডিং করার উপর লাইফটাইম আরনিং এর রডম্যাপ পেয়ে যাবেন ।
প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ৯ম পর্বের দ্বিতীয় অংশের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন আর টিউনটি শেয়ার করতে ভুলে যাবেন না !!

প্রফেশনাল ইমেইল মার্কেটিং পর্ব-০৭

সবাইকে স্বাগতম জানাচ্ছি “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর ৭ম পর্বে । অনেকেরই প্রশ্ন ছিল আমি কবে আপনাদের এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট শিখাব । আপনাদের অপেক্ষার বাঁধ ভেঙ্গে আজ এই পর্বে আমরা এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরির সকল কলাকৌশল শেখাব । বরাবরের মত এবার বলতে চাই, এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট এর মাষ্টার বানিয়ে দেব ইনশাল্লাহ । যা গতপর্বে আপনারা প্রমান দিয়েছেন ।

গত পর্বে যা যা ছিল

ইমেইল টেমপ্লেট কি, কিভাবে ফটোশপ ব্যবহার করে দৃষ্টিনন্দন পি এস ডি (PSD) ইমেইল ইমেইল টেমপ্লেট তৈরি করবেন ও দৃষ্টিনন্দন পি এস ডি (PSD) ইমেইল ইমেইল টেমপ্লেট কোথায় সেল বা ব্যবহার করতে পারবেন এবং স্পেশাল টিপস ও পি এস ডি(PSD) ইমেইল টেমপ্লেট তৈরি করার মাস্টারিং ভিডিও টিউটোরিয়াল ।
গত পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানেঃ https://www.youtube.com/watch?v=7ig-zI8KGGs

৭ম পর্বে যা যা থাকছে

  •  গত পর্বের টিউন সম্পর্কে কিছু কথা
  • কিভাবে এইচ টি এম এল (html) ও সিএসএস(css) ব্যবহার করে দৃষ্টিনন্দন এইচ টি এম এল (html) ইমেইল ইমেইল টেমপ্লেট তৈরি করবেন
  •  দৃষ্টিনন্দন এইচ টি এম এল (html) ইমেইল ইমেইল টেমপ্লেট কোথায় সেল বা ব্যবহার করতে পারবেন
সাথে থাকছে স্পেশাল টিপস ও এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করার ভিডিও টিউটোরিয়াল ।
dreamweaver
এই টিউটোরিয়ালে খুব প্রয়োজনীয় বিষয়গুলো টিউন আকারে লিখা হয়েছে এবং প্রাক্টিকাল বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও টিউটোরিয়াল আকারে বোঝানো হয়েছে । ভিডিও টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখে ও প্র্যাকটিসের মাধ্যমে আপনি খুব দ্রুত প্রফেশনাল মানের এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ । তবে এবারের ভিডিও টিউটোরিয়ালে আমি শুধু বেসিক বিষয় দেখিয়েছি । কারণ আগামী পর্বে থাকবে পি এস ডি (PSD) টু এইচ টি এম এল (html) কনভার্ট করে ইমেইল টেমপ্লেট তৈরি ।
এই টিউটোরিয়ালটা ভাল ভাবে অনুশীলন না করলে আগামী পর্বের টিউটোরিয়ালটা নতুনরা কিছুই বুঝতে পারবেন না । তাই আমি তাই এই চিন্তা করে টিউটোরিয়ালটা আপনাদের প্রাকটিস করার জন্য দিয়েছি । প্রাকটিস করার সময় যে যে প্রবলেমে পড়বেন আমায় আথবা গ্রুপ প্রশ্ন করবেন । সেই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে পবরতী পর্বের সাথে একটা অতিরিক্ত ভিডিও টিউটোরিয়াল বোনাস হিসাবে থাকবে । কারণ, মাষ্টার হতে হলে আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে ও প্রবলেম বের করতে হবে । এতেই নির্ণয় হবে টিউটোরিয়াল গুলো কি শুধু হার্ডডিস্কে জমা থাকছে নাকি আপনি শিখতে পাছেন ।

১। গত পর্বের টিউন সম্পর্কে কিছু কথা

ষষ্ঠ পর্বের টিউনটি লেখার ও ভিডিও টিউটোরিয়াল দেখে আমাকে অনেকই তাদের সুন্দর সুন্দর পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট তৈরি করে পাঠিয়েছেন ও গ্রপে টিউন করেছেন । যা থেকে বোঝা যাচ্ছে আপনি আপনাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারছি । আর আপনাদের তৈরিকৃত সুন্দর সুন্দর পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট দেখে টিউনটি লেখার ও ভিডিও টিউটোরিয়াল তৈরি করার অনুপ্রেরণার দিন দিন বেড়েই চলেছে । এবার এই পর্বের মূল বিষয়ে আসি ।
dipu
এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরির আগে আপনাকে বিভিন্ন ক্যাটাগরির কিছু সুন্দর সুন্দর ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি নেট থেকে সংগ্রহ করে রাখবেন । যাতে আপনার সময় ও পরিশ্রম কম হয় ।
যারা ইমেইল মার্কেটিং করে তারা সব সময় বাঁচাতে ও সময়ের মূল্য দিতে সব সময় চেষ্ঠা করে ………হাবিবুর রহমান দিপু

২। কিভাবে এইচ টি এম এল (html) ও সিএসএস(css) ব্যবহার করে দৃষ্টিনন্দন এইচ টি এম এল (html) ইমেইল ইমেইল টেমপ্লেট তৈরি করবেন

এইচ টি এম এল (html) ও সিএসএস(css) ব্যবহার সম্পর্কে আমি ৩য় পর্বে আলোচনা করেছি । এই পর্বে আমারা এইচ টি এম এল (html) ও সিএসএস(css) ব্যবহার করে খুব সুন্দর ও দৃষ্টিনন্দন এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করা শিখব । প্রথমে অ্যাডোব ড্রিমওয়েভের ওপেন করে এইচটিএমএল নির্বাচন করুন এবং যেখানে বা যে ফোল্ডারে সেভ করবেন সেখানে সব ইমেজ, লোগো, ব্যানার, টেক্সট, আইকন জমা করে রাখুন । তারপর টেবিল ট্যাগ ব্যবহার করে ইমেইল টেমপ্লেট এর স্ত্রাকচার তৈরি করুন । আমি আগেও বলেছি ইমেইল টেমপ্লেট দৈর্ঘ্যটা কোন বিষয় না কিন্তু প্রস্থ ৬০০ – ৮০০০ পিক্সেল হলে ভাল হয় ।
এরপর প্রতিটি অবজেক্ট জন্য আলাদা টেবিল ট্যাগ নিয়ে নিয়ে ইমেজ, লোগো, ব্যানার, টেক্সট, আইকন ইত্যাদি বসিয়ে নিন আপনার পছন্দমত । ব্যস হয়ে গেল জটপট আপনার এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট । তবে আপনার কিছু জিনিষ মাথায় রাখতে হবে । প্রতিটি অবজেক্ট মানে ইমেজ, লোগো, ব্যানার, টেক্সট, আইকন ইত্যাদির সাইজ সব সময় ঠিক রাখতে হবে তা না হলে একটা বড় একটা ছোট হলে যা দেখতে ভাল দেখাবে না । আরেকটা বিষয় ইমেইল টেমপ্লেটে আপনি সব সময় টেবিল ট্যাগ ব্যবহার করেবেন ডিভ (div) ট্যাগ ব্যবহার করবেন না । কারণ, ডিভ (div) ট্যাগ ব্যবহার করলে অনেক ডিভাইসে ডিজাইন ভাঙা ভাঙা মনে হয় ।
টেবিল ট্যাগ<table> এর <td> ভিতর সব ডাটা থাকবে আর এর ভিতর সিএসএস(CSS) কোড বসাতে হবে । সিএসএস (CSS) কোডের শুরুতে style=“ ” ব্যবহার করতে হবে এবং প্রতিটি কডের শেষে ; সেমিকোলন দিতে হবে । কখনো অবজেক্ট বা টেবিল কে ডিজাইন মুড থেকে টেনে বড় বা ছোট করবেন না । যদি কোন অবজেক্ট বা টেবিল এর সাইজ পরিবর্তন করতে হয়, তাহলে কোড অপশন থেকে পরিবর্তন করতে হবে । ইমেইল টেমপ্লেটে আপনি যা যা ব্যবহার করবেন তার সাথে আলাদা আলাদা সিএসএস কোড বসাবেন । এতে আপনার ইমেইল টেমপ্লেটে অনেক প্রফেশনাল হবে ।
artists
গত পর্বেও বলেছি এবারও বলছি, আমি আপনাদের কখনো বলবো না, যে আপনি আমার মত বা অন্য কারো মত ইমেইল টেমপ্লেট এর মত হুবহু তৈরি করেন । আপনি সবারটা দেখেন, ইন্টারনেট ঘেটে দেখেন কিন্তু তাদের মতো নয়, আপনি আপনার মত করে একটা ইউনিক পি এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করেন যার ডিম্যান্ড ভেলু হবে অনেক ।
আমাদের গণিত বই গুলোতে অংক উধাহারন ছিল যা দেখে ও অনুশীলন করে আমারা ধারণা নিতাম কিন্তু মূল অংক গুলো আমাদের নিজেদের করতে হতো । কারণ, মুখস্ত বিদ্যা নয় সূত্র বুঝে অংক করতে হবে । টিক তেমনি এইচটিএমএল ও সিএসএস কোড বুঝে এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করতে হবে । মানে আপনার শিল্প মনকে একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলা যাবে না । তাই আপনি নিজের শিল্প মনকে ব্যবহার করে তৈরি করেবেন আপনার ইউনিক এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট ।
এই পর্বটা আসলে মুলত পুরোটাই প্র্যাকটিক্যাল বিষয় তাই আপনার মনের সব প্রশ্নগুলো ভিডিও টিউটোরিয়ালটা দেখার পর দূর হয়ে যাবে । ভিডিও টিউটোরিয়ালটাতে আমার কিছু টিপস পুরোপুরি বুজতে পারলেই আপনি জোশ জোশ এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করতে পারবেন আপনার ইচ্ছেমত ।

৩। দৃষ্টিনন্দন এইচ টি এম এল (html) ইমেইল ইমেইল টেমপ্লেট কোথায় সেল বা ব্যবহার করতে পারবেন

মার্কেটপ্লেস বা যেখানে এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট সেল করা হয় সেই জাইগায় এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করে আয় করতে পারবেন । কারণ, মার্কেটপ্লেস গুলোতে ( odesk, elance, freelancer etc) এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি অনেক কাজ রয়েছে । নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনি যখন আরও প্রফেশনাল মানের এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরিতে পারবেন, তখন আপনি 99 design, themeforest, Templamatic, BuyStockDesign, FlashDen, SitePoint এই সব সাইট সাবমিট করে অর্জন করতে পারবেন আপনার লাইফ টাইম আরনিং বা রয়েলিটি আরনিং । সবার জন্য একটা কথা না বলেও নয়, তা হলো প্রশ্ন করা ।
questions or decision making concept
প্রশ্ন না করলে আপনি শিখতে পারবেন না কখনো । প্রশ্ন করেন ফেসবুক গ্রপে, এই টিউনে টিউমেন্ট এর মাধ্যমে প্রশ্ন করেন, ইউটিউব এর ভিডিও টিউমেন্ট এর মাধ্যমে প্রশ্ন করেন , মোটকথা আপনি যে কেন কিছুই শিখতে চান না কেন আপনি তখনই শিখতে বা স্কিল অর্জন করতে পারবেন, যখন আপনার কোন কিছু শিখার আগ্রহ প্রবল থাকবে । আর প্রশ্ন হল আগ্রহের বহির প্রকাশ । তাই কে কি মনে করবে তা না ভেবে প্রশ্ন করেন কোন সংকোচ সাড়া ।
একটা উদাহারন দিয়ে বলেছি, আপনি কোন চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছেন, কোন খাবারের দাম কত না জেনেই অর্ডার দিয়ে দিলেন (কিন্তু আপনার মানিব্যাগ এর অবস্থা কেরোসিন)। কারন, দাম জানতে চাইলে আপনার সম্মান কমে যাবে এইভাবে । কিন্তু খাওয়া শেষ হওয়ার পর যখন বিলটা হাতে পাবেন তখন কিন্তু রেস্টুরেন্টের প্লেট ধোবার জন্য রেডি হতে হবে !! তখন কি সম্মান উজ্জ্বল হবে না প্লেট ধোবার পানির সাথে ভেসে যাবে । তাই আপনি লজ্জা ছেড়ে প্রশ্ন করেন । নাহলে আপনাকেও ইমেইল মার্কেটিং ছেড়ে জব ফাইটিং এর জন্য রেডি হতে হবে !! আর  তাই শিখতে গিয়ে কোন প্রবলেমে পরলে তা নিয়ে গ্রুপে গ্রুপ ডিসকাশন করে সমাধান করে নিতে পারবেন আপনার সমস্যাগুলি । যখনই কোন প্রবলেম এ পড়বেন তখনই গ্রুপে প্রশ্ন করেন আপনি যথাসম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ ।

৭ম পর্বের হোমওয়ার্ক

এবারের পর্বের হোমওয়ার্ক হল একটি এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করবেন এবং এই মেইল এড্রেসে (emailmarketersbd@gmail.com) পাঠাবেন, যাতে আমি বুঝতে পারি আপনাদেরকে কতটুকু শিখাতে পারলাম । আরেক কথা, যারা এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করে আমাকে পাঠাবেন, তাদের মধ্য থেকে গতবারের মত একজনকে বাছাই করে ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে বেস্ট এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট ডিজাইনার হিসাবে নির্বাচিত করা হবে । আর উপহার হিসাবে তার জন্য থাকছে, আমার সাথে ঢাকার কোন রেস্টরেন্টে লাঞ্চ বা ডিনার এর দাওয়াত ।

৮ম পর্বে থাকবে

পি এস ডি (PSD) টু এইচ টি এম এল (html) কনভার্ট করে ইমেইল টেমপ্লেট তৈরির সকল কলাকৌশল এবং এর a to z ভিডিও টিউটোরিয়াল । যা শিখে আপনি প্রফেশনাল মানের এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট তৈরি করতে পারবেন । প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ৮ম পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন আর টিউনটি শেয়ার করবেন, না হলে আপনাদের ছেড়ে পালিয়ে যাব কিন্তু !!

প্রফেশনাল ইমেইল মার্কেটিং পর্ব-০৬

গত পর্বে যা যা ছিল
ইমেইল টেমপ্লেট কি, কিভাবে এইচ টি এম এল (html)ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন ইমেইলটেমপ্লেট তৈরি করবেন, এডিট করা নতুন এইচ টি এম এল (html)ইমেইলটেমপ্লেট কোথায় ব্যবহার করতে পারবেন, স্পেশাল টিপস ও এইচ টি এম এল (html)ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন ইমেইলটেমপ্লেট তৈরি করার ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল ।
গত পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানেঃ http://www.youtube.com/watch?v=nzz7W55_tF0 এবং http://www.youtube.com/watch?v=B8dkaUt0CDc

ষষ্ঠ পর্বে যা যা থাকছে

  • গত পর্বের টিউন এবং চতুর্থ পর্ব (মেইলচিম্প) সম্পর্কে কিছু কথা
  • কিভাবে ফটোশপ ব্যবহার করে দৃষ্টিনন্দন পি এস ডি (PSD) ইমেইল ইমেইল টেমপ্লেট তৈরি করবেন
  • দৃষ্টিনন্দন পি এস ডি (PSD) ইমেইল ইমেইল টেমপ্লেট কোথায় সেল বা ব্যবহার করতে পারবেন
সাথে থাকছে স্পেশাল টিপস ও পি এস ডি(PSD) ইমেইল টেমপ্লেট তৈরি করার জোশ ভিডিও টিউটোরিয়াল ।
New-Moms-Support-Workshop-in-Upper-West-Side-NYC-mom-and-baby-wellness-facilitated-discussion
এই টিউটোরিয়ালে খুব প্রয়োজনীয় বিষয়গুলো টিউন আকারে লিখা হয়েছে এবং প্রাক্টিকাল বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও টিউটোরিয়াল আকারে বোঝানো হয়েছে । ভিডিও টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখে ও প্র্যাকটিসের মাধ্যমে আপনি খুব দ্রুত প্রফেশনাল মানের পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ ।

১। গত পর্বের টিউন এবং চতুর্থ পর্ব (মেইলচিম্প) সম্পর্কে কিছু কথা

৫ম পর্বের টিউনটি লেখার ও ভিডিও টিউটোরিয়াল দেখে আমাকে অনেকই তাদের এডিটকৃত সুন্দর সুন্দরইমেইল টেমপ্লেট তৈরি করে পাঠিয়েছেন । যা থেকে বোঝা যাচ্ছে আপনি আপনাদের একটু হলেও শিখাতে পাচ্ছি । আর আপনাদের অতটা সাড়া কারণে, টিউনটি লেখার ও ভিডিও টিউটোরিয়াল তৈরি করার অনুপ্রেরণার শক্তি পাচ্ছি ।
মেইলচিম্প(MailChimp)এর মাষ্টার হওয়ার জন্য অনেকেই গ্রুপে ও আমায় প্রশ্ন করেছেন, আরও অনেক প্রশ্ন বাকি । তাই, সবাই ৫ম পর্বের টিউন ও ভিডিও টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখে প্রাকট্রিস করুন । আর মেইলচিম্প(MailChimp) সম্পর্কে যত প্রশ্ন আপনার মাথায় আসে সব প্রশ্ন গ্রুপে ও আমাকে জানান । কারণ, আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আরেকটা ভিডিও টিউটোরিয়াল দেব “মেইলচিম্প(MailChimp) প্রশ্নের উত্তর ”।
প্রশ্ন না খুজে পেলে শেয়ার করেন এই লিংকটা, যা থেকে অনেকে প্রশ্ন করবে, তাদের প্রশ্ন থেকে আপনিও অনেক কিছু জানেতে পারবেন ।
dipu
এবার এই পর্বের মূল বিষয়ে আসি । পি এস ডি(PSD) ইমেইল টেমপ্লেট তৈরির আগে আপনাকে বিভিন্ন ক্যাটাগরির কিছু সুন্দর সুন্দর ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি নেট থেকে সংগ্রহ করে রাখবেন । যাতে আপনার সময় ও পরিশ্রম কম হয় ।

২। কিভাবে ফটোশপ ব্যবহার করে দৃষ্টিনন্দন পি এস ডি(PSD) ইমেইল ইমেইল টেমপ্লেট তৈরি করবেন

ফটোশপের বেসিক ব্যবহার ও বিভিন্ন টুলস সম্পর্কে আমি ৩য় পর্বে আলোচনা করেছি । এই পর্বে আমারা ফটোশপ ব্যবহার করে খুব সুন্দর ও দৃষ্টিনন্দন পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট তৈরি করা শিখব ।
প্রথমে ফটোশপ ওপেন করে ফাইল মেনু থেকে নতুন একটা ৬০০ পিক্সেল প্রস্থ ও ১০০০ পিক্সেল দৈর্ঘ্য এর ডকুমেন্ট তৈরি করতে হবে । এখানে ইমেইল টেমপ্লেটদৈর্ঘ্যটা কোন বিষয় না কিন্তু প্রস্থ ৬০০ – ৮০০০ পিক্সেল হলে ভাল হয় ।
url
এরপর প্রতিটি অবজেক্ট জন্য লেয়ার নিয়ে নিয়ে ইমেজ, লোগো, ব্যানার, টেক্সট, আইকন ইত্যাদি বসিয়ে নিন আপনার পছন্দমত । ব্যস হয়ে গেল আপনার পি এস ডি ইমেইল টেমপ্লেট । তবে আপনার কিছু জিনিষ মাথায় রাখতে হবে । প্রতিটি অবজেক্ট মানে ইমেজ, লোগো, ব্যানার, টেক্সট, আইকন ইত্যাদির সাইজ সব সময় ঠিক রাখতে হবে তা না হলে একটা বড় একটা ছোট হলে যা দেখতে ভাল দেখাবে না । কখনো অবজেক্ট এর সাইজ টেনে বড় বা ছোট করবেন না । যদি কোন অবজেক্ট এর সাইজ পরিবর্তন করতে হয়, তাহলে ইমেজ সাইজ অপশন থেকে পরিবর্তন করতে হবে । ইমেইলটেমপ্লেটে কোথায় কি বসাবেন বা কোন পরিমাপে বসাবেন তা নির্ধারণ করার জন্য গ্রিড টুলটা ব্যবহার করবেন । এতে আপনার ইমেইল টেমপ্লেটে অনেক প্রফেশনাল হবে ।
আমি আপনাদের কখনো বলবো না, যে আপনি আমার মত বা অন্য কারো মত পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট এরমত হুবহু তৈরি করেন । আপনি সবারটা দেখেন, ইন্টারনেট ঘেটে দেখেন কিন্তু তাদের মতো নয়, আপনি আপনার মত করে একটা ইউনিক পি এস ডি(PSD)ইমেইল টেমপ্লেট তৈরি করেন যার ডিম্যান্ড ভেলু হবে অনেক ।
২০০৭ সালে সুপারস্টার আমির খানের “তারে জামিন পার” মুভিতে দেখানো হয়েছে আপনার শিল্পমনকে বিকশিত করতে পারলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন তার একটি চমৎকার উদাহারন ।
main_image-34479
ক্লাস ১ থেকে ক্লাস ৮ পর্যন্ত আমাদের স্কুলগুলোতে চিত্রঅংকন শেখানো হয় । কিন্তু আমরা কয়জন ব্যক্তি আছি যারা ৮ বছর চিত্রঅংকন শিখে ছবি আঁকতে পারি ?
এর কারণ হচ্ছে, আমাদের শেখানো হতো চিত্রঅংকন বইয়ের আপেল দেখে আপেল, পাখি দেখে পাখি আঁকানো । যা আমাদের শিল্প মনকে একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে ।
তাই আপনি নিজের শিল্প মনকে ব্যবহার করে তৈরি করেবেন আপনার ইউনিক পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট ।
এই পর্বটা আসলে মুলত পুরোটাই প্র্যাকটিক্যাল বিষয় তাই আপনার মনের সব প্রশ্নগুলো ভিডিও টিউটোরিয়ালটা দেখার পর দূর হয়ে যাবে । ভিডিও টিউটোরিয়ালটাতে আমার কিছু টিপস পুরোপুরি বুজতে পারলেই আপনি জোশ জোশ পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট তৈরি করতে পারবেন আপনার ইচ্ছেমত ।

৩। দৃষ্টিনন্দন পি এস ডি (PSD) ইমেইল ইমেইল টেমপ্লেট কোথায় সেল বা ব্যবহার করতে পারবেন

মার্কেটপ্লেস বা যেখানে ইমেইলটেমপ্লেট সেল করা হয় সেই জাইগায় পি এস ডি (PSD) ইমেইলটেমপ্লেটতৈরি করে আয় করতে পারবেন । কারণ, মার্কেটপ্লেস গুলোতে পি এস ডি (PSD) ইমেইলটেমপ্লেট তৈরি অনেক কাজ রয়েছে । এছাড়া, প্রথমদিকে পি এস ডি (PSD) ইমেইলটেমপ্লেট ফাইভার এ সেল করতে পারেন । তারপর দিন দিন প্র্যাকটিসের মাধ্যমে আপনি যখন আরও প্রফেশনাল মানের পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট তৈরিতে পারবেন, তখন আপনি 99 design, themeforest এই সব সাইট সাবমিট করতে পারবেন । আর তখন তৈরি হবে আপনার লাইফ টাইম আরনিং বা রয়েলিটি আরনিং ।
in practice 8
আপনাদের প্র্যাকটিসের জন্য আমার একটা ডেমো পি এস ডি (PSD) ইমেইল টেমপ্লেট গ্রুপ থেকে  ডাউনলোড করে নিন ।
সবার জন্য একটা কথা, প্রশ্ন না করলে আপনি শিখতে পারবেন না । তাই শিখতে গিয়ে কোন প্রবলেমে পরলে তা নিয়ে গ্রুপে গ্রুপ ডিসকাশন করে সমাধান করে নিতে পারবেন আপনার সমস্যাগুলি । যখনই কোন প্রবলেম এ পড়বেন তখনই গ্রুপে প্রশ্ন করেন আপনি যথাসম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ ।

ষষ্ঠ পর্বের হোমওয়ার্ক

এবারের পর্বের হোমওয়ার্ক হল একটি পি এস ডি (psd) ইমেইল টেমপ্লেটতৈরি করবেন এবং এই মেইল এড্রেসে (emailmarketersbd@gmail.com) পাঠাবেন, যাতে আমি বুঝতে পারি আপনাদেরকে কতটুকু শিখাতে পারলাম । আরেক কথা, যারা পি এস ডি (psd) ইমেইল টেমপ্লেটতৈরি করে আমাকে পাঠাবেন, তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে ইমেইল মার্কেটারস বিডি গ্রুপে বেস্ট পি এস ডি (psd) ইমেইল টেমপ্লেট ডিজাইনার হিসাবে নির্বাচিত করা হবে । আর উপহার হিসাবে তার জন্যথাকছে, আমার সাথে ঢাকার কোন রেস্টরেন্টে লাঞ্চ বা ডিনার এর দাওয়াত ।

৭ম পর্বে থাকবে

এইচ টি এম এল (html) ও সিএসএস (CSS) ব্যব্যহার করে ইমেইল টেমপ্লেট তৈরির সকল কলাকৌশল এবং ভিডিও টিউটোরিয়াল। যা শিখে আপনি প্রফেশনাল মানের এইচ টি এম এল (html) ইমেইলটেমপ্লেট তৈরি করতে পারবেন ।
প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ৭ম পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন আর টিউনটি শেয়ার করবেন, না হলে হারিয়ে যাব কিন্তু !!

প্রফেশনাল ইমেইল মার্কেটিং পর্ব-০৫

সবাইকে স্বাগতম জানাচ্ছি “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” এর
৫ম পর্বে । অনেকেই একটা বিষয় বার বার আমার কাছে জানতে চান, এই কোর্সটা শেষ করতে কতদিন লাগবে, শর্টকার্ট ওয়ে থাকলে বলেন ইত্যাদি ইত্যাদি মানে এক লাফে গাছে উঠার যাদুটা আমায় শিখিয়ে দিন J । আমি আগেও জানিয়েছি এবং এখানও বলেছি, এই কোর্সটা করার জন্য আপনাকে খুব বেশি কিছু জানতে হবে তা নয়, শুধুমাত্র বেসিক কম্পিউটার আর ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে তা দিয়েই আপনি এই কোর্সটা শেখা শুরু করতে পারবেন ।তবে প্রয়োজন হবে কঠোরপরিশ্রম, সততা, নিষ্ঠা, ধৈর্যএবং এগিয়ে যাওয়ার প্রত্যয় ।

গত পর্বে যা যা ছিল

মেইলচিম্প(MailChimp) কি এবং এর সুবিধা ও অসুবিধা, মেইলচিম্প(MailChimp) এর বেসিক ব্যবহার, মেইলচিম্প(MailChimp) দিয়ে এডিট করে ইমেইল টেমপ্লেট তৈরি, মেইলচিম্প(MailChimp) দিয়ে একটি পূর্ণাঙ্গ email Campaign সেটআপ, শুধু মেইলচিম্প(MailChimp) শিখেই আউটসোর্সশিং করার কিছু টিপস ও গাইডলাইন ।
গত পর্বের টিউন দেখুন এখানেঃ http://www.techtunes.com.bd/tutorial/tune-id/291330
গত পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানেঃ https://www.youtube.com/watch?v=aCfmJJJMfvI&noredirect=1

৫ম পর্বে যা যা থাকছে

  • গত পর্বের টিউন মানে মেইলচিম্প(MailChimp) সম্পর্কে কিছু কথা
  • কিভাবে এইচ টি এম এল (html)ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন ইমেইলটেমপ্লেট তৈরি করবেন
  • এডিট করা নতুন এইচ টি এম এল (html)ইমেইলটেমপ্লেট কোথায় ব্যবহার করতে পারবেন
সাথে থাকছে স্পেশাল টিপস ও এইচ টি এম এল (html)ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন ইমেইলটেমপ্লেট তৈরি করার ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল ।
এই টিউটোরিয়ালে খুব প্রয়োজনীয় বিষয়গুলো টিউন আকারে লিখা হয়েছে এবং প্রাক্টিকাল বিষয়গুলো ভিডিও টিউটোরিয়াল আকারে বোঝানো হয়েছে । তাই টিউনটা ভালভাবে পড়ে নিবেন এবং ভিডিও টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখে নিবেন ।

১। গত পর্বের টিউন মানে মেইলচিম্প(MailChimp) সম্পর্কে কিছু কথা

মেইলচিম্প(MailChimp) এর সাইনআপ থেকে শুরু করে email Campaign সেটআপ করা পর্যন্ত আমি শিখাতে চেষ্টা করেছি । আর আপনাদের হোমওয়ার্ক হিসাবে ছিল মেইলচিম্প(MailChimp) এর উপর প্রাকট্রিস করা এবং শিখতে গিয়ে বিভিন্ন প্রবলেমে পড়লে গ্রপে ও আমাকে শেয়ার করা । যাতে আমি আপনাদের সেই সব প্রবলেম সমাধান করার জন্য আরেকটা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিতে পারি। কারণ, কথা দিয়েছি, মেইলচিম্প(MailChimp)এর মাষ্টার বানিয়ে দেব । অনেকেই গ্রুপে ও আমায় প্রশ্ন করেছে, আরও অনেক প্রশ্ন বাকি তাই সবাই গত পর্বের টিউন ও ভিডিও টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখে প্রাকট্রিস করুন । আর মেইলচিম্প(MailChimp) সম্পর্কে যত প্রশ্ন আপনার মাথায় আসে সব প্রশ্ন গ্রুপে ও আমাকে জানান ।

আমি আসলে শুধু টিউন বা ভিডিও টিউটোরিয়াল টিউন করার জন্য দিতে চাই না । আমি চাই, আপনারা সবাই যাতে ইমেইল মার্কেটিং ভালভাবে শিখে তা কাজে লাগাতে পারেন সেই জন্য। তাই স্বপ্নে জাল না বুনে বাস্তবে কাজ করুন ।
প্রশ্ন না খুজে পেলে শেয়ার করেন এই লিংকটা, যা থেকে অনেকে প্রশ্ন করবে, তাদের প্রশ্ন থেকে আপনিও অনেক কিছু জানেতে পারবেন ।
এবার এই পর্বের মূল বিষয়ে আসি । ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন টেমপ্লেট তৈরির জন্য আগে তৈরিকৃত এইচটিএমএল (html)ইমেইল টেমপ্লেট দরকার । আপনি নেট থেকে বিভিন্ন ক্যাটাগরির এইচটিএমএল ইমেইল টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন বা কাওকে দিয়ে বানিয়ে নিতে পারেন ( যে এইচটিএমএল(html) ও সিএসএস (CSS) জানে) অথবা কিছু টেমপ্লেট কিনে নিতে পারেন ।

২। কিভাবে এইচ টি এম এল(html) ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন ইমেইলটেমপ্লেট তৈরি করবেন

এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন ইমেইলটেমপ্লেট তৈরি করতে আপনাকে তেমন কোন এইচ টি এম এল(html), সি এস এস (CSS)বা ফটোশপের উপর জ্ঞান থাকতে হবে না । শুধু কোন কিছু পরিবর্তন বা সংযোজন করতে পারলেই হবে । বিষয়টা এমন যে পুরনো পোশাক পাল্টে নতুন পোশাক পরিয়ে দেওয়ার মত । ধরুন, মেসি যেমন জার্সি পরিবর্তন করে কখনো বার্সেলোনা কখনো আর্জেন্টিনা, ক্রিস্তিয়ানো রোনাল্ড যেমন জার্সি পরিবর্তন করে কখনো রিয়েল মাদ্রিদ কখনো পর্তুগাল । মানে জার্সি পরিবর্তন হইছে ঠিকই প্লেয়ার কিন্তু একজনই । ঠিক তেমনই ইমেইলটেমপ্লেটএকটাই শুধু কোনটেন্ট(লেখা, ইমেজ ইত্যাদি) পরিবর্তন করতে হবে ।
আপনি শুধু তা এডিট করবেন, মানে ঐ এইচটিএমএল ইমেইল টেম্পলেটে যে লিখা ও ছবি আছে তা পরিবর্তন করে আপনি আপনার লিখা ও ছবি যুক্ত করবেন । কালার পরিবর্তন করতে পারবেন, ফন্ট পরিবর্তন করতে পারবেন, লিংক এড করতে পারবেন ইত্যাদি । ব্যাস কাজ শেষ, তৈরি হয়ে যাবে জোশ এইচটিএমএল(html) ইমেইল টেম্পলেট কোন পরিশ্রম ছাড়াই ।

শুধু তাই না আপনি যেমন খুশি তেমন কিছু পরিবর্তন বা সংযোজন করতে পারবেন আপনার পছন্দ মত । ঠিক তেমনই মেইলচিম্প(MailChimp) এ যেমনটা করেছেন ।
তার পরেও যদি আপনার মনে কোন প্রশ্ন থাকে তা ভিডিও টিউটোরিয়ালটা দেখার পর দূর হয়ে যাবে । শুধু কিছু অপশনের ব্যবহার করার নিয়ম ও আমার কিছু টিপস পুরোপুরি বুজতে পারলেই আপনি জোশ জোশ ইমেইল টেমপ্লেট তৈরি করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী।

৩। এডিট করা নতুন এইচ টি এম এল(html) ইমেইলটেমপ্লেট কোথায় ব্যবহার করতে পারবেন

আগেই বলে নিচ্ছি এডিট করা ইমেইলটেমপ্লেট আপনি মার্কেটপ্লেস বা কোথায় সেল করার জন্য ব্যবহার করতে যাবেন না । কারণ, মার্কেটপ্লেস বা যেখানে ইমেইলটেমপ্লেট সেল করা হয় সেই জাইগায় এইচ টি এম এল (html)ইমেইলটেমপ্লেট অনেক প্রফেশনাল হয়ে থাকে । যা আপনি এডিট করে তাদের মত বানাতে পারবেন না । চাইলে হইত বড়জোর ফাইভারে (fiverr) সেল করতে পারেন ।
তাহলে এডিট করা ইমেইল টেমপ্লেট কোথায় ব্যবহার করতে পারবেন ?
আপনি যদি আপনার কোম্পানি, প্রোডাক্ট বা সার্ভিসের প্রোমোশন করতে চান এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তখন অনেক ইমেইলটেমপ্লেট প্রয়োজন হবে, তখন আপনি এডিট করা ইমেইলটেমপ্লেট ব্যবহার করতে পারবেন ।এতে আপনার সময় ও টাকা দুটোই সাশ্রয়ী হবে । কারণ, আপনি আপনার কোম্পানি বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রতিটি প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আলাদা আলাদা ইমেইলটেমপ্লেট বানাতে যান তাহলে তো আপনার বারোটা বেজে যাবে !
তাই তখন এডিট করা নতুন এইচ টি এম এল(html) ইমেইলটেমপ্লেট আপনাকে ম্যাজিকের মত সাহায্য করবে ।

আর পি এস ডি (psd) ও এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেটতৈরির টিউটোরিয়াল থাকবে ষষ্ঠ ও ৭ম পর্বে ।
আপনাদের প্র্যাকটিসের জন্য আমার একটা ডেমো এইচ টি এম এল (html)ইমেইলটেমপ্লেটের ডাউনলোড লিংক । (gr0up file)
সবার জন্য একটা কথা, প্রশ্ন না করলে আপনি শিখতে পারবেন না । তাই শিখতে গিয়ে কোন প্রবলেমে পরলে তা নিয়ে গ্রুপে গ্রুপ ডিসকাশন করে সমাধান করে নিতে পারবেন আপনার সমস্যাগুলি । যখনই কোন প্রবলেম এ পড়বেন তখনই গ্রুপে প্রশ্ন করেন আপনি যথাসম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ ।

৫ম পর্বের হোমওয়ার্ক

এবারের পর্বের হোমওয়ার্ক হল একটি এইচটিএমএল ইমেইল টেমপ্লেটএডিট করে নতুনটেমপ্লেটতৈরি করবেন এবং এই মেইল এড্রেসে (emailmarketersbd@gmail.com) পাঠাবেন, যাতে আমি বুঝতে পারি আপনাদেরকে কতটুকু শিখাতে পারলাম ।
নেট স্পেড কম থাকায় ২টা পার্ট করতে হইছে

ষষ্ঠ পর্বে থাকবে

ফটোশপ দিয়ে পি এস ডি (psd) ইমেইল টেমপ্লেট তৈরি ও সকল কলাকৌশল এবং ভিডিও টিউটোরিয়াল। যা শিখে আপনি প্রফেশনাল মানের পি এস ডি (psd) ইমেইলটেমপ্লেটতৈরি করতে পারবেন ।
প্রফেশনাল ইমেইল মার্কেটিং এর ষষ্ঠ পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকবেন আর টিউনটি শেয়ার করবেন, না হলে হারিয়ে যাব কিন্তু !!
Copyright © 2014 Tech Tuner Blog