Monday, September 22, 2014

আপনার ফেসবুক পেজের লাইক বাড়িয়ে নিন সহজে

আশা করি
ভাল আছেন।
আজকে আমার টিউনের বিষয় হচ্ছে  “কিভাবে  ফেসবুক পেজ এর ফ্যান বাড়াবেন বা লাইক নিবেন”এখানে সবাই অভিজ্ঞ, তুবুও আমি এক বারে ধাপে ধাপে সব দেখিয়েছি।
বড় ভাইরা ক্ষমা করবেন।
চলুন শুরু করি।
প্রথমে  এই লিঙ্ক এ যান।
http://fanspage.hublaa.me/
অন্য ট্যাবে নিচের মত ওয়েব পেজটি আসবে।
“click here” এ  ক্লিক করুন।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
skip AD এ ক্লিক করে বাইপাস করুন।
নোট— এইটা যত বার আসবে তত বাইপাস  করবেন।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ আগে থেকে লগইন করে নিন।
নোট- সবচেয়ে বেস্ট হবে যদি আপনার একটা এক্সট্রা আইডি থাকে যেটাই  আগে থেকে  আপনার ফেসবুক পেজ এ অ্যাডমিন করা করা আছে।
মানে মেইন আইডি টা ব্যবহার না করাই ভাল।
কারন নিচে দেখতে পারছেন।
আপনার অ্যাকাউন্ট এর সব ইনফো গুলো নিয়ে নিচ্ছে।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
এখন আপনাকে নিচের ছবির  মত পেজ এ নিয়ে যাবে।
নোট-  একটু খেয়াল করবেন পেজটা ১ সেকেন্ড এ লিঙ্কটা পরিবর্তন হল।
আপনি browser এর history গিয়ে বর্তমান ২ নাম্বার লিঙ্কটাতে ক্লিক করেন।
অ্যাড্রেস বার এর লিঙ্ক টি কপি করে নেন।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
অথবা  অন্য ট্যাব থেকে “This link” এ ক্লিক করে ঐ লিঙ্কটি পেতে পারেন।
হইত “skip AD” জামেলা পোহাতে হবে।
যাই হোক ব্রাউজার অ্যাড্রেস বার থেকে লিঙ্ক টি কপি করেন।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
নিচের মত লিঙ্ক টি এখানে পেস্ট করেন। “submit” এ 
click
 করেন।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
এর পর নিচের সিকুরিটি কোডটা টাইপ করে “continue” তে ক্লিক করেন।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
নুতুন window তে  আপনার সব পেজ দেখতে পাবেন।
এইখান থেকে যেটার লাইক নিতে চান।
সেটা লাইক সংখ্যা দেখে নিন।
এবং submit নামে একটা বাটন দেখতে পাবেন।
ঐখানে ক্লিক করেন।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
এইভাবে “submit” এ ক্লিক করলে পেজটি লোডিং হবে নিজে নিজে।
আপনি ব্রাউজার ক্লোজ বা নিজে  রিলোড করবেন না।
 আপনার ফেসবুক  পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
একটু পর লোডিং উইন্ডো হতে  অন্য পেজ চলে যাবে( সম্ভবত ওদের বিজ্ঞাপনের skip AD পেজে)
আপনার কাজ শেষ, এইবার আপনার পেজে গিয়ে দেখুন লাইক কত বাড়ল।
আমার পেজে ছিল ২৪২ লাইক, এখন কত হইছে দেখুন। –  এখানে
হ্যাঁ,একটি লাইক ও দিয়ে দিবেন…  :-P
আজ এই পর্যন্ত

অ্যাডসেন্স সিপিসি বাড়ানোর সেরা উপায়

ব্লগারদের সবচেয়ে বড় আয়ের উৎস গুগল অ্যাডসেন্স। অনলাইন বিজ্ঞাপনের এ মাধ্যম থেকে আয় বাড়ানোর নানা কৌশল রয়েছে। এ ক্ষেত্রে মোক্ষম কৌশল হলো অ্যাডসেন্স অপটিমাইজেশন। এটি করার অনেক উপায় অছে, যার মধ্য প্রথমেই আসে হাই কস্ট পার ক্লিক (সিপিসি)। ভালো অ্যাডসেন্স ক্লক থ্রো রেট (সিটিআর) ছাড়াও ভালো আয় সম্ভব নয়। তবে এ দুটির মধ্যে সিপিসিকে বেশি গুরুত্ব দিলে লাভবান হওয়া যাবে।
অ্যাডসেন্স সিপিসি বাড়ানোর অনেক উপায়ের মধ্যে সেরা দশটি নিয়ে এ প্রতিবেদেন। অনেকেই এসব কৌশলকে কিলার হিসাবে উল্লেখ করেন। দুই পর্বের প্রতিবেদনের প্রথম পর্বে পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছে।
আপনি যদি আপনার অ্যাডসেন্সের আয় বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে সিটিআর এর তুলনায় ‘সিপিসি’কে বেশি গুরুত্ব দিতে হবে। আপনার ব্লগে প্রদর্শিত বিজ্ঞাপনে হাজারো ইম্প্রেশন থাকলেও একটি ভালো ‘সিপিসি’র ব্লগ সিটিআর থেকেও বেশি আয় এনে দেয়।
remote image 1333192371 অ্যাডসেন্স সিপিসি বাড়ানোর সেরা উপায় : পর্ব   ১
নিশ
একটি ব্লগ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে হয় সঠিক নিশ বেছে নেওয়া। আপনি যে বিষয়ে ব্লগ লিখছেন তার উপরেই সিপিসি নির্ভর করে। একটি ভালো নিশ বেছে নেওয়া আপনাকে হাই সিপিসি এনে দিতে পারে। এখানে তেমনই কিছু নিশ উল্লেখ করা হলো। এগুলো হাই থেকে লো আকারে সাজানো হয়েছে।
ডোমেইন : ইন্টারনেট ডোমেইন যেমন ইয়াহু, গো ড্যাডি নিয়ে ব্লগ সর্বোচ্চ সিপিসি দিয়ে থাকে।
গ্যাজেট : অ্যাপলের মতো জনপ্রিয় টেক গ্যাজেট
গুগল : গুগলের বিভিন্ন পণ্য
মাইক্রোসফট : মাইক্রোসফট অফিস
ব্যাংকি
অটোমোবাইল
হেলথ
রিয়েল স্টেট
হোম লোন
জব (চাকরি)
ডেটিং অ্যান্ড রোমান্স – এটি তুলনামূলকভাবে সবথেকে কম সিপিসি দিয়ে থাকে।
কনটেন্ট
নিশ নির্বাচনের পর যে বিষয়টি আসে সেটি হলো কনটেন্ট। আপনাকে এমনই কনটেন্ট লিখতে হবে যা পাঠকের মনের প্রশ্নের উত্তর দেয়। তাই কোনো আর্টিকেল নিয়ে লিখতে চাইলে তার আগে আপনাকে পাঠক ইন্টারনেটে কোন বিষয়টি বেশি খোঁজে (সার্চ করে) সেটি জানতে হবে ও তার সমাধান দিতে হবে।
মনে রাখতে হবে আপনাকে অবশ্যই পাঠকদের সাথে সরাসরি সংযুক্ত থাকতে হবে। পাঠক যাতে আপনার ব্লগে বার বার আসে তার জন্য আপনার নিশ অনুযায়ী কনটেন্ট সাজাতে হবে। ভালো কনটেন্ট অবশ্যই আপনাকে ভালো সিপিসি এনে দেবে। এছাড়া ভালো কনটেন্ট সার্চ ইঞ্জিনেও প্রাধান্য পায়। আপনার টার্গেটেড ট্রাফিক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিজিটর আনা হওয়া উচিত। যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন সম্ভাব্য সিপিসি কলাম ব্যবহার করবেন।
পেজ র‍্যাংক
গুগল পেজ র‍্যাংক নতুন কোনো বিষয় নয়। পেজ র‍্যাংক হচ্ছে লিংক বিশ্লেষণ অ্যালগরিদম, যা গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের নামানুসারে রাখা হয়েছে। এটি ইন্টারনেট র্সাচ ইঞ্জিন গুগল ব্যবহার করে। পেজ র‍্যাংক একটি সংখ্যা যার মাধ্যমে বোঝা যায় যে হাইপারলিংক সেট করা ডকুমেন্ট, যেমন world wide web। একটি পেজ ইন্টারনেটে কত গুরুত্বর্পূণ তা পেজ র‍্যাংক দ্বারা নির্ধারণ করে গুগল। যখন একটি পেজ অন্য একটি পেজের সঙ্গে যুক্ত হয়, এটি অন্য পেজ দ্বারা সর্মথন দেয়া বোঝায়। যত বেশি সমর্থন সেই পেজ তত বেশি গুরুত্বর্পূণ গুগলের কাছে। ওই পেজটি নিজের সাইটের সঙ্গে অর্থাৎ বিভিন্ন পোস্টের সঙ্গে কতটা লিংক জেনারেট করছে সেটিও বিবেচ্য বিষয়। গুগল যে সাইটের যত লিংক ইন্টারনেটের বিভিন্ন সাইটে পাবে তাকে তত বেশি গুরুত্ব দেবে। গুগল ১ থেকে ১০ এর মধ্যে পেজ র‍্যাংক নির্ধারণ করে। ৪ এর উপরে পেজ র‍্যাংক করার চেষ্টা করুন। আপনার যদি পিআর ৫ অথবা ৬ হয় তাহলে গুগল আপনাকে হাই সিপিসির বিজ্ঞাপন দেবে। যা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ গুন বৃদ্ধি পাব।
অ্যাড রিভিউ সেন্টার
গুগল অ্যাডসেন্সে আপনি অ্যাড রিভিউ সেন্টার নামে একটি অপশন পাবেন। এখান থেকে আপনি দেখে নিতে পারেন কোন ক্যাটাগরির বিজ্ঞাপন থেকে আপনার কি পরিমান আয় আসছে। এখানে বিজ্ঞাপনের বিভিন্ন ক্যাটাগরি দেখাবে যা আপনার ওয়েবসাইটে প্রদর্শন করে। আপনি যদি দেখেন, কোনো ক্যাটাগরি থেকে আপনার কম আয় হচ্ছে তাহলে সেটি ব্লক করে দিতে পারেন।
ad review center TechShohor অ্যাডসেন্স সিপিসি বাড়ানোর সেরা উপায় : পর্ব   ১
তবে ব্লক করার ক্ষেত্রে আপনার নিশ অথবা কনটেন্ট পরিপন্থী ক্যাটাগরিই ব্লক করবেন। যেমন আপনি ব্লগটি যদি টেকনোলজি নিয়ে হয়ে থাকে তাহলে ডেটিং, পলিটিক্স, রিলেজিয়ন ইত্যাদি অ্যাড ক্যাটাগরি ব্লক করতে পারেন। এর মাধ্যমে অবশ্যই আপনার সিপিসি ও অ্যাডসেন্স আয় বাড়বে।
কম্পিটিটিভ অ্যাড ফিল্টার
অ্যাড রিভিউ সেন্টারের মতোই গুগল অ্যাডসেন্স কম্পিটিটিভ অ্যাড ফিল্টার নামক একটি ফিচার রয়েছে। সেখানে আপনি একটি নির্দিষ্ট বিষয় অথবা সাধারণ যেকোনো বিজ্ঞাপন ব্লক করতে পারবেন। কোনো বিজ্ঞাপন আপনার কাছে আপনার প্রতিদ্বন্দি মনে হলে সেটি এই ফিচারের মাধ্যমে ব্লক করা যাবে। এক্ষেত্রে আপনি কোনো ডোমেইন অথবা ডোমেইন নেমের একটি নির্দিষ্ট পেজ ব্লক করতে পারবেন। এভাবে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখিয়ে আপনি আপনার সিপিসি বাড়াতে পারেন।

ডাউনলোড করে নিন Kaspersky Internet Security 2015 সাথে থাকছে Serial Key

আশা করি সবাই ভাল আসেন।ভাল না থাকলে এখনি ডাউনলোড করে নিন একবারে ফ্রীতে 
 Internet Security 2015 সাথে Serial Key। আমার যারা বাংলাদেশে থাকি তারা অনেকই Kaspersky কিনতে পারি না। আমাদের ইন্টারনেট বিল দেওয়ার এর টাকা থাকে না র অ্যান্টিভাইরাস কিনব কি ভাবে? তাই আপনাদের জন্য আমি SarkarZone এর পক্ষে থেকে নিয়ে আসলাম Kaspersky Internet Security 2015। যা ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকে খুব সহজে। আমি আগেও অনেক অ্যান্টিভাইরাস নিয়ে টিউন করেছি কিন্তু ও গুলা ছিল ২০১৪ এর কিন্তু এবার আমি ২০১৫ দিয়ে অ্যান্টিভাইরাস টিউন শুরু করলাম। যাই হোক কথা র না বাড়াই ভাল নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এবং আপনার পিসি তে ইন্সটল করুন।

Kaspersky Internet Security 1 ডাউনলোড করে নিন Kaspersky Internet Security 2015 সাথে থাকছে Serial Key

Kaspersky Internet Security 2015:

Kaspersky Internet Security অনেক ভাল এবং পপুলার অ্যান্টিভাইরাস। বেশি ভাগ মানুষেই এই অ্যান্টিভাইরাস ব্যাবহার করে। Kaspersky খুবেই শক্তিশালী অ্যান্টিভাইরাস, আপনি যদি এই অ্যান্টিভাইরাস ব্যাবহার করেন তা হলে আপনার পিসি ১০০% সুরক্ষিত থাকবে। পিসিতে খুব সহজে ভাইরাস ঢুকতে পারবে না। নিচে কিছু এর বৈশিষ্ট্য দিলাম,
Capture 2 ডাউনলোড করে নিন Kaspersky Internet Security 2015 সাথে থাকছে Serial Key
বৈশিষ্ট্য:
  • Prevents spying via unauthorized access to your webcam.
  • Safeguards your digital identity and privacy.
  • Identifies suspicious and phishing websites.
  • Alerts you to dangerous public Wi-Fi networks.
  • Helps you keep your children safe and responsible online.
  • Hassle-free protection with maximum PC performance.
  • Real-time Internet protection against all viruses and online threats.
  • Secures online banking and shopping with unique Safe Money technology.

তাই র দেরি না করে এখনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করেন নিন।
ডাউনলোড করুনঃ Kaspersky Internet Security 2015
ডাউনলোড করুনঃ Kaspersky Internet Security 2015 Key File

আজ এ পযন্ত … আগামিদিন অন্য কিছু টিপস নিয়ে আসব। আশা করি  অ্যান্টিভাইরাস  আপনাদের কাজে লাগবে।

গুগল ব্রাউজার আপডেট

পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। প্রতি বছরই গুগল তার সার্চ ইঞ্জিনকে আপডেট করে থাকে। গুগল ব্যাবহারকারীদের সবচেয়ে সহজ এবং আকর্ষনীয় ফিচার এবং সার্চ রেজাল্ট উপহার দেয়ার জন্যই এই আধুনিকায়ন করন।
কিন্তু অতি সম্প্রতি গুগল ফোরামে অনেকেই অভিযোগ করেছেন যে, গুগলের তথ্য ও ছবি অনুসন্ধান করার সময় তাঁরা ২০১৩ সালের পুরোনো বিষয়ই দেখতে পাচ্ছেন। পুরোনো সংস্করণের ব্রাউজার ব্যবহার করার ফলে সার্চে তাঁদের সাম্প্রতিক অনেক বিষয় দেখতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে সাফারি ও অপেরা ব্রাউজারে এ সমস্যা হচ্ছে।গুগল ব্রাউজার আপডেট গুগল ব্রাউজার আপডেট
পুরোনো ব্রাউজার ব্যবহারকারীরা ২০১৩ সালের গুগল সার্চ সাইট দেখতে পাচ্ছেন যাতে বেশ কিছু হালনাগাদ ফিচার নেই।
এ প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাউজারের সাম্প্রতিক সংস্করণে আপগ্রেড করার উত্সাহ দিতেই এই পরিবর্তন করা হয়েছে। ২০১১ সালে গৃহীত একটি নীতিমালার অংশ এটি। ওই নীতিমালার বলা হয়েছিল, ব্রাউজারের পুরোনো সংস্করণে জিমেইল সমর্থন করবে না।
গুগল কর্তৃপক্ষের ভাষ্য, গুগল প্রতিনিয়ত সার্চ উন্নততর করার চেষ্টা চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় পুরোনো ব্রাউজারগুলোতে সীমিত সমর্থন দিয়ে যাবে গুগল।
ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটব্রাউজার (http://whatbrowser.org/) নামের একটি সাইটের লিংক দেন গুগলের কর্মকর্তা নীলিম। এই লিংক থেকে ব্যবহারকারী কোন সংস্করণের ব্রাউজার ব্যবহার করছেন তা জানতে পারবেন এবং ব্রাউজার সংক্রান্ত তথ্য পাবেন।
বিবিসি অনলাইন এর এক খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।

গুগল অ্যাডসেন্স এর Synchronous & Asynchronous কোড টাইপ সম্পর্কে জেনে নিন

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভাল আছেন। আজকে গুগল অ্যাডসেন্স অ্যাড কোড এর একটা বিষয় নিয়ে সামান্য আলাচনা করার চেষ্টা করবো। আমাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা হয়তো দেখেছি যখন আমরা কোন অ্যাড এর কোড কপি করি তখন সেখানে উপরে একটা অপশন আসে যে Code type এবং এখানে দুইটি ড্রপডাউন অপশন আসে আর সেটা হল Synchronous & Asynchronous। অনেকে হয়তো জানেন না এই Synchronous & Asynchronous কোড টাইপ আর মানে। তাই ভাবলাম এ বিষয় নিয়ে একটু আলোচনা করি। 
প্রথমে আলোচনা করি Synchronous অ্যাড টাইপ কি?
প্রথমে বলি Synchronous মানে কি? আসলে কোন কিছু একি নিয়মে চলা বা একটি নির্দিষ্ট নিয়মে সব কিছু চলা। মানে হল আপনি যদি কোন কাজ Synchronously করেন তার মানে হল একটা কাজ করে তারপর অন্য কাজে যাওয়া বা অন্য কাজে যাওয়ার আগে আগের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা। ঠিক এমনটি ঘটে Synchronous অ্যাড এর ক্ষেত্রে। আপনি যদি আপনার সাইট অনেক অ্যাড শো করান তাহলে প্রথমে একটা লোড হবে তারপর অন্যটা লোড হবে।
Synchronous Adsense Ads 500x304 গুগল অ্যাডসেন্স এর Synchronous & Asynchronous কোড টাইপ সম্পর্কে জেনে নিন
এক্ষেত্রে যা হয় সেটা হল প্রথমে অ্যাড script add slot কে কল করে এরপর Javascript কল করে গুগল থেকে।এখন কোন কারনে যদি প্রথম অ্যাড লোড না হয় বা কোন কারনে লোড হতে দেরি হয় তাহলে বাকি গুলো অ্যাড ও লোড হবে না।
এখন আসি Asynchronous অ্যাড টাইপ কি ?
Asynchronous মানে হল যেটা synchronous না। মানে হল আপনি যেকোনো কাজ যেকোনো সময়ে করতে পারবেন। আপনাকে আগের টা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
Asynchronous Adsense Ads 500x305 গুগল অ্যাডসেন্স এর Synchronous & Asynchronous কোড টাইপ সম্পর্কে জেনে নিন
Asynchronous এর অ্যাড এর ক্ষেত্রেও একি ঘটনা ঘটে মানে হল প্রথম অ্যাড লোড না হলেও পরের অ্যাড লোড হতে পারে। এখানে যা ঘটে তা হল অ্যাড script প্রথমে গুগল থেকে Javascript কল করে ব্রাউজার এর cache এর জন্য। পরে এই ব্রাউজার Cache বাকি থাকা add slot কে কল করে আপনার সাইট এ অ্যাড লোড হওয়ার জন্য।
একবার যদি আপনার ব্রাউজার এ javascript লোড হয় তা হলে বার বার আর ডাউনলোড করার দরকার হয় না। এর ফলে আপনার সাইট এর স্পীড এর উপর এটি তেমন প্রভাব ফেলে না।
এখন কথা হল আপনি কোন কোড টাইপ ব্যবহার করবেন বা কোন কোড টাইপ সবচেয়ে ভাল ?
আমার ছোট মাথায় যা মনে হয় তা হল Asynchronous কোড টাইপ। আমার মনে হয় কেন তা বোঝানোর দরকার হবে না। যদি উপরের সবকিছু ভাল করে পরে থাকেন তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন আশা করি।
আমি যা বুঝেছি তাই লেখার চেষ্টা করেছি। যদি কোন ভুল হয়ে থাকে তা হলে ক্ষমা করে দিবেন। সবাই ভাল থাকবেন এই কামনায় আজকে মতো বিদায়।

নিয়ে নিন ওডেস্কে ২৫ টি প্রশ্নের উত্তর, দিয়ে দিন পরীক্ষা, আপডেট সেপ্টেম্বর ২০১৪


আশা করি সবাই ভালো আছেন। গত পোষ্টগুলো পড়েছেন এবং ঠিক ঠাক করে আপনার প্রোফাইল বানাতে পেরেছেন কিনা নিচে কমেন্টে জানাবেন। চেষ্টা করবো কিভাবে ১০০% প্রোফাইল তৈরী করতে হবে। টেষ্ট ছাড়া ১০০% প্রোফাইল হয় না। যাই আপনাদের জন্য আমি ২৫টি কাট্যাগরির ভিত্তিতে প্রশ্ন ও উত্তর এনেছি। নেট থেকে ঘেটে নয় নিজেই এক্সাম দিয়ে এনেছি। তবে এটাই গ্যারান্টি দিতে পারব ৮০% কমন পড়বে প্রশ্নগুলো কারণ ওডেস্ক প্রতিমাসে কিছু প্রশ্ন পরিবর্তন করেযদি না করত তাহলে তো সবাই একই নাম্বার পেত। যাই হোক বকবক না পড়ে আপনার কাজ করার জন্য নিচে অপশন থেকে আপনার পছন্দ ডাউনলোড করে নেন। আর হ্যা আপনারা তো লাইক বা শেয়ার করতে কষ্ট হয়। তাই আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। সেটা হলো দেখে দেন আর আমাকে বকা দেন। সব ফাইল মাইক্রোফট অফিস ফরম্যাটে করা। তো ভালো থাকবেন, অন্যজনকে ভাল রাখবেন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার দুটি পদ্ধতি। যারা জানেন না তাদের জন্য আমার এই পোষ্ট।

কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ তো আকাশের অবস্থা তেমন ভালো না। আরেকটা কথা আমি আগেই বলে রাখি, আমি কিন্তু নতুন লেখন তাই কুনো ভূল হলে আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন। আর আমি আজ যে টিউনটি আপনাদের উপহার দিতে যাচ্ছি তা সবাই জানেন হয়ত আপনারা তবে আপনাদের মাঝে হয়ত এমন কেউ আছে যে এটা জানেনা। আসলে পোষ্টটি তার জন্যই। আমরা অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে ঝামেলাতে পড়ি। আজ আমি আপনাদের দেখাব ইউটিউব থেকে ভিডি-ও ডাউনলোড করার দুটি পদ্ধতি। চলুন দেখে নেই।
পদ্ধতি ১:
প্রথমে ইউটিউবে প্রবেশ করুন এবং সার্চ করুন আপনার প্রত্যাশিত ভিডিও। যেতা আপনার পছন্দ সেটা সিলেক্ট করুন।এবার Address bare চলে যান আর Address একটু পরিবর্তন করতে হবে যেমনঃ যদি থাকে http://m.youtube.com/watch?v=7GHlCVJ13wM&client=mv-google&gl=US&guid=&hl=en-GB আথবা http://www.youtube.com/watch?v=7GHlCVJ13wM&client=mv-google&gl=US&guid=&hl=en-GB zodi thake Athoba zodi thake Athoba তাহলে তা পরিবরতন করে লিখুন http://m.10youtube.com/watch?v=7GHlCVJ13wM&gl=US&hl=en-GB&client=mv-google&guid= আথবা http://www.10youtube.com/watch?v=7GHlCVJ13wM&gl=US&hl=en-GB&client=mv-google&guid= মানে ডটের পরে 10 যুক্ত করে দিলেই হবে। এবার আপনার যে সাইজের ভিডিও পছন্দ ডাউনলোড করুন।
পদ্ধতি ২:
আমরা আগের পদ্ধতি থেকে একটু পরিবর্তন করে এই পদ্ধতিতে ডাউনলোড করতে পারি।
প্রথমে ইউটিউবে প্রবেশ করুন এবং সার্চ করুন আপনার প্রত্যাশিত ভিডিও। যেতা আপনার পছন্দ সেটা সিলেক্ট করুন।এবার Address bare চলে যান আর Address একটু পরিবর্তন করতে হবে যেমনঃ যদি থাকে http://m.youtube.com/watch?v=7GHlCVJ13wM&client=mv-google&gl=US&guid=&hl=en-GB আথবা http://www.youtube.com/watch?v=7GHlCVJ13wM&client=mv-google&gl=US&guid=&hl=en-GB zodi thake Athoba zodi thake Athoba তাহলে তা পরিবরতন করে লিখুন http://m.ssyoutube.com/watch?v=7GHlCVJ13wM&gl=US&hl=en-GB&client=mv-google&guid= আথবা http://www.ssyoutube.com/watch?v=7GHlCVJ13wM&gl=US&hl=en-GB&client=mv-google&guid= মানে ডটের পরে SS যুক্ত করে দিলেই হবে। এবার আপনার যে সাইজের ভিডিও পছন্দ ডাউনলোড করুন। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ

এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!


আসসালামু আলাইকুম,
আশা করি টেকটিউনস এর সকল টিউনার বৃন্দ ভাল আছেন । আজ আপনাদের একটা টিউটিরিয়াল দেখাতে চাই যার সাহায্যে আপনি খুজে পেতে পারেন সব ভাল মানের টিউনস, বাংলাদেশের সকল ব্লগ এর টিউনস পাবেন । চলুন দেখি কিভাবে পাবো –
প্রথমে এই লিঙ্ক এ জান – বাংলা সার্চ ইঞ্জিন
তার পরে আপনি যা চাচ্ছেন তা লিখুন যেমন আমি লিখেছি ‘seo tutorial’  দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে
Untitled1 500x441 এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলা টেকব্লগের রেজাল্ট পাব ! এ জন্য আইটিরঙ সার্চে একটি বিশেষ ফিচার আপডেট হয়েছে । এখন আপনি নিচের ছবির মত টেকপোস্ট সিলেক্ট করুন দেখুন কি হয় –
Untitled11 500x414 এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!
দেখুন রেজাল্ট দেখাচ্ছে  বাংলা টেক ব্লগ হতে । টেকটিউনস , টিউনারপেজ পিসিহেল্পলাইন বিডি হতে । এখানে আমার চেনাজানা সকল ব্লগ যুক্ত করা হয়েছে । আপনার টেকব্লগ থাকলে আইটিরঙ এ ইমেইল করুণ যুক্ত করার চেস্টা করা হবে । আর এভাবেই খুজে বের করুণ সব চরম চরম টিউনস । আশা করি সবাই ভাল থাকবেন । আশা করি সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো ।
ধন্যবাদ টিউনসটি পড়ার জন্য ।
Copyright © 2014 Tech Tuner Blog