Monday, September 22, 2014

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার দুটি পদ্ধতি। যারা জানেন না তাদের জন্য আমার এই পোষ্ট।

কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ তো আকাশের অবস্থা তেমন ভালো না। আরেকটা কথা আমি আগেই বলে রাখি, আমি কিন্তু নতুন লেখন তাই কুনো ভূল হলে আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন। আর আমি আজ যে টিউনটি আপনাদের উপহার দিতে যাচ্ছি তা সবাই জানেন হয়ত আপনারা তবে আপনাদের মাঝে হয়ত এমন কেউ আছে যে এটা জানেনা। আসলে পোষ্টটি তার জন্যই। আমরা অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে ঝামেলাতে পড়ি। আজ আমি আপনাদের দেখাব ইউটিউব থেকে ভিডি-ও ডাউনলোড করার দুটি পদ্ধতি। চলুন দেখে নেই।
পদ্ধতি ১:
প্রথমে ইউটিউবে প্রবেশ করুন এবং সার্চ করুন আপনার প্রত্যাশিত ভিডিও। যেতা আপনার পছন্দ সেটা সিলেক্ট করুন।এবার Address bare চলে যান আর Address একটু পরিবর্তন করতে হবে যেমনঃ যদি থাকে http://m.youtube.com/watch?v=7GHlCVJ13wM&client=mv-google&gl=US&guid=&hl=en-GB আথবা http://www.youtube.com/watch?v=7GHlCVJ13wM&client=mv-google&gl=US&guid=&hl=en-GB zodi thake Athoba zodi thake Athoba তাহলে তা পরিবরতন করে লিখুন http://m.10youtube.com/watch?v=7GHlCVJ13wM&gl=US&hl=en-GB&client=mv-google&guid= আথবা http://www.10youtube.com/watch?v=7GHlCVJ13wM&gl=US&hl=en-GB&client=mv-google&guid= মানে ডটের পরে 10 যুক্ত করে দিলেই হবে। এবার আপনার যে সাইজের ভিডিও পছন্দ ডাউনলোড করুন।
পদ্ধতি ২:
আমরা আগের পদ্ধতি থেকে একটু পরিবর্তন করে এই পদ্ধতিতে ডাউনলোড করতে পারি।
প্রথমে ইউটিউবে প্রবেশ করুন এবং সার্চ করুন আপনার প্রত্যাশিত ভিডিও। যেতা আপনার পছন্দ সেটা সিলেক্ট করুন।এবার Address bare চলে যান আর Address একটু পরিবর্তন করতে হবে যেমনঃ যদি থাকে http://m.youtube.com/watch?v=7GHlCVJ13wM&client=mv-google&gl=US&guid=&hl=en-GB আথবা http://www.youtube.com/watch?v=7GHlCVJ13wM&client=mv-google&gl=US&guid=&hl=en-GB zodi thake Athoba zodi thake Athoba তাহলে তা পরিবরতন করে লিখুন http://m.ssyoutube.com/watch?v=7GHlCVJ13wM&gl=US&hl=en-GB&client=mv-google&guid= আথবা http://www.ssyoutube.com/watch?v=7GHlCVJ13wM&gl=US&hl=en-GB&client=mv-google&guid= মানে ডটের পরে SS যুক্ত করে দিলেই হবে। এবার আপনার যে সাইজের ভিডিও পছন্দ ডাউনলোড করুন। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ

0 comments:

Post a Comment

Copyright © 2014 Tech Tuner Blog