Saturday, October 11, 2014

কিভাবে ফেসবুক গ্রুপে pin post করা যায়।

আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন ? আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হল কিভাবে ফেসবুক গ্রুপে pin post করা যায়। যারা ব্লগে লিখেন বা যাদের ব্যক্তিগত ওয়েবসাইট আছে তাদের জন্য ফেসবুক গ্রুপ তৈরি করা বা ফেসবুক গ্রুপে আটিক্যাল পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভিজিটর হচ্ছে ওয়েবসাইটের প্রাণ। আপনি শুধু অ্যাডমিন হলেই ফেসবুক গ্রুপে pin post করতে পারবেন। ফেসবুক গ্রুপে pin post খুবই সহজ।
তো শুরু করা যাক।
০১। আপনার ফেসবুক গ্রুপে যান।
০২। ফেসবুক গ্রুপে আটিক্যাল পোস্ট করুন।
০৩। পোস্ট পাবলিশ হয়ে থাকলে পোস্টের dropdown menutop-right corner ক্লিক করুন।
০৪। pin post ক্লিক করুন।
এতটুকুই করুন তারপর দেখবেন আপনার পোস্টটি Pinned Post দেখাবে। Pin পোস্ট unpin না করলে সবসময় ফেসবুক গ্রুপে সবার উপরে দেখাবে।
পোস্টটি ভাল লাগলে আমার ব্লগে ভিজিট করতে পারেন। 

Tuesday, October 7, 2014

ফেসবুক ফটো ভেরিফিকেশন চিরতরে বন্ধ করুন এক নিমিষে

আসসালামু আলাইকুম,পবিত্র “ঈদ – উল- আযহা” র শুভেচ্ছা । ঈদ মোবারক।   আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভাল আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউন নিয়ে হাজির হয়েছি। টিউনটির শিরোনাম হচ্ছে ফেসবুক ফটো ভেরিফিকেশন চিরতরে বন্ধ করুন এক নিমিষে। ফেসবুক ছাড়া এক মুহূর্ত সম্ভব নয়। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে ফেসবুক ফটোভেরিফিকেশন করতে দেয়। ফটো ভেরিফিকেশন সম্পূর্ণ না করতে পারলে আপনার প্রোফাইলটিতে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে গেল। গবেষণায় দেখা গেছে ফেসবুক ফটো ভেরিফিকেশন ৭৭% প্রোফাইল উদ্ধার করা সম্ভব হয় না। কিন্তু একটু সচেতন হলে আমরা এই ধরণের অনাকাঙ্ক্ষিত ফেসবুক ফটো ভেরিফিকেশন থেকে নিরাপদ থাকতে পারি। তো আর বকবক না করে আসল কাজে আসি। নিচের স্টেপ অনুসরণ করুন।
০১। Facebook profile Log in করুন ।
০২। সেটিংসে যান।
০৩। সিকিউরিটিতে ক্লিক করুন। (above left corner)
০৪। trusted contacts এ ক্লিক করুন।
০৫। Choose trusted contacts এ ক্লিক করুন।
০৬। Choose 3 to 5 friendsভাল পরিচিত ৩-৫ জন বদ্ধুকে সিলেক্ট করুন।
 Choose 3 to 5 friends that you can call for help if there’s ever a problem with your account. For your security, we’ll notify any new contacts that you add)
০৭। Confirm ক্লিক করুন।

পোস্টটি যদি ভাল লাগে তাহলে আমার ব্লগভিজিট করতে পারেন। ফেসবুক পেজ ভিজিট করতে পারেন।
Copyright © 2014 Tech Tuner Blog