Monday, September 22, 2014

এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!


আসসালামু আলাইকুম,
আশা করি টেকটিউনস এর সকল টিউনার বৃন্দ ভাল আছেন । আজ আপনাদের একটা টিউটিরিয়াল দেখাতে চাই যার সাহায্যে আপনি খুজে পেতে পারেন সব ভাল মানের টিউনস, বাংলাদেশের সকল ব্লগ এর টিউনস পাবেন । চলুন দেখি কিভাবে পাবো –
প্রথমে এই লিঙ্ক এ জান – বাংলা সার্চ ইঞ্জিন
তার পরে আপনি যা চাচ্ছেন তা লিখুন যেমন আমি লিখেছি ‘seo tutorial’  দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে
Untitled1 500x441 এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলা টেকব্লগের রেজাল্ট পাব ! এ জন্য আইটিরঙ সার্চে একটি বিশেষ ফিচার আপডেট হয়েছে । এখন আপনি নিচের ছবির মত টেকপোস্ট সিলেক্ট করুন দেখুন কি হয় –
Untitled11 500x414 এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!
দেখুন রেজাল্ট দেখাচ্ছে  বাংলা টেক ব্লগ হতে । টেকটিউনস , টিউনারপেজ পিসিহেল্পলাইন বিডি হতে । এখানে আমার চেনাজানা সকল ব্লগ যুক্ত করা হয়েছে । আপনার টেকব্লগ থাকলে আইটিরঙ এ ইমেইল করুণ যুক্ত করার চেস্টা করা হবে । আর এভাবেই খুজে বের করুণ সব চরম চরম টিউনস । আশা করি সবাই ভাল থাকবেন । আশা করি সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো ।
ধন্যবাদ টিউনসটি পড়ার জন্য ।

3 comments:

Copyright © 2014 Tech Tuner Blog